শেষ আপডেট: 16th January 2025 21:19
দ্য ওয়াল ব্যুরো: সারাটা দিন মুখ খোলেননি করিনা কাপুর খান। হাসপাতাল-বাড়ি-হাসপাতাল করেই কেটেছে দিন। অবশেষে স্বামী সইফ আলি খানের সঙ্গে হওয়া অঘটন নিয়ে মুখ খুললেন তিনি।
একটি বিবৃতি প্রকাশ করে বেশ কিছু আবেদন রেখেছেন করিনা। একই সঙ্গে তিনি লিখেছেন, "আজকের দিনটা আমাদের সকলের জন্য চ্যালেঞ্জিং ছিল। কী হয়েছে তা বোঝার চেষ্টা এখনও করে চলেছি। তবে মিডিয়া ও পাপারাৎজির কাছে আমাদের বিনীত অনুরোধ, তারা যেন মনগড়া জল্পনা না করেন।"
করিনা আরও যোগ করেন, "সকলের সাহায্য ও চিন্তা যেমন আমাদের কাছে সমাদৃত একইসঙ্গে সর্বক্ষণ এই চুলচেরা বিশ্লেষণের কারণে আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আশা করছি সীমারেখা লঙ্ঘন করবে না কেউ। পরিবার হিসেবে পুরো ব্যাপারটাকে হজম করতে আমাদের কিছুটা সময় দিন।"
বৃহস্পতিবার ভোররাতে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েন সইফ আলি খান। অতর্কিতে হানা দেয় হামলাকারী। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ডাকাতিই উদ্দেশ্য ছিল সেই ব্যক্তির। সইফ বাধা দিলে শুরু হয় ধ্বস্তাধস্তি। আর তাতেই গুরুতর জখম হন সইফ আলি খান। এই মুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি তিনি। চলছে চিকিৎসা।
এ দিন প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় সইফে। অবস্থা আগের থেকে স্থিতিশীল। অন্যদিকে মুম্বইয়ের অপরাধদমন শাখাও শুরু করেছে তদন্ত। গঠন করা হয়েছে সাত সদস্যের এক তদন্তকারী দল। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে শনাক্তও করা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।