Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিম্নচাপ কিছুটা সরলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, বাড়বে ভোগান্তি'ওঁকে অসুস্থ বলে মনে হচ্ছে, ভয়ানক লাগছে’, করণের চেহারা দেখে উদ্বেগে নেটপাড়াশরীরের একদিকে ব্লেজার, আরেক দিকে শুধুই ব্রা! প্রিয়াঙ্কার ফটোতে কমেন্ট আসছে 'উফ! সো... হট'বিশ্বমঞ্চে মোস্টলি সেন! টাইমসের ‘ডিজিটাল কণ্ঠ’-র তালিকায় একমাত্র ভারতীয় প্রাজক্তাকানাডায় কপিল শর্মার ক্যাফেতে এলোপাথাড়ি গুলি, রাতের অন্ধকারে হামলা! দেখুন সেই ভিডিওবালুচিস্তানের ১৭ জায়গায় একযোগে হামলা বিদ্রোহীদের, মুখে কুলুপ পাকিস্তানেরবাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, বেগুন ১০০, সবজির দাম হু-হু করে চড়ছে, দায়ী টানা বৃষ্টি?চুল কাটতে বলতেন প্রধান শিক্ষক, কুপিয়ে খুন করল দুই ছাত্র! গুরুপূর্ণিমায় হরিয়ানায় নৃশংসতা‘জীবনের বৃত্তপূরণ হল’, লর্ডসের মিউজিয়ামে সুদৃশ্য প্রতিকৃতি উন্মোচনে আবেগবিহ্বল শচীনহরিয়ানায় বাবার হাতে খুন টেনিস প্লেয়ার রাধিকা যাদব, কারণ নিয়ে অন্ধকারে পুলিশ

অভিনয়ে তাক লাগিয়েছিলেন, অথচ 'হায়দর'-এর জন্য এক পয়সাও নেননি শাহিদ কাপুর

দ্য ওয়াল ব্যুরো: তথাকথিত প্রথম সারির বলিউড নায়কদের তালিকায় রহস্যজনক ভাবে শাহিদ কাপুরের (Sahid Kapoor) নামটা প্রথম দিকে বসে না। নিন্দকেরা বলেন, এর পিছনে রয়েছে বলিউডের সূক্ষ রাজনীতি। অথচ বি টাউনে অভিনয় দেখলে চোখ ফেরানো কঠিন এমন কোনও অভিনেতার

অভিনয়ে তাক লাগিয়েছিলেন, অথচ 'হায়দর'-এর জন্য এক পয়সাও নেননি শাহিদ কাপুর

শেষ আপডেট: 23 September 2023 05:40

দ্য ওয়াল ব্যুরো: তথাকথিত প্রথম সারির বলিউড নায়কদের তালিকায় রহস্যজনক ভাবে শাহিদ কাপুরের (Sahid Kapoor) নামটা প্রথম দিকে বসে না। নিন্দকেরা বলেন, এর পিছনে রয়েছে বলিউডের সূক্ষ রাজনীতি। অথচ বি টাউনে অভিনয় দেখলে চোখ ফেরানো কঠিন এমন কোনও অভিনেতার নাম জিজ্ঞেস করা হলে তার উত্তরে নিশ্চিত ভাবেই দর্শক থেকে সমালোচকদের অনেকেই শাহিদ কাপুরের নাম করবেন। 'জব উই মেট' বা 'বিবাহ' ছবির জন্য এক সময়ে শাহিদ কাপুরকে 'চকলেট বয়' বলে ডাকতেন অনুরাগীরা। তবে বিগত অনেকগুলি বছর ধরেই নিজের ইমেজ সম্পূর্ণ বদলে ফেলেছেন শাহিদ।

অভিনেতার (Sahid Kapoor) কেরিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ কোনটি এই প্রশ্ন করা হলে অবশ্যই উঠে আসবে বিশাল ভরদ্বাজের 'হায়দর' (Haider) ছবির নাম।

শেক্সপীয়রের কালজয়ী নাটক হ্যামলেট অবলম্বনে ২০১৪ সালে তৈরি হয়েছিল 'হায়দর'। এই ছবিতে হ্যামলেটের অনুকরণে তৈরি হায়দর চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ। সমালোচকরা বলেন সেই ছবিতে শাহিদের অভিনয় ছিল কুর্নিশযোগ্য। তবে সম্প্রতি এই ছবি সংক্রান্ত একটি চমকপ্রদ তথ্য জানালেন 'হায়দর'। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয় বিশাল ভরদ্বাজের ছবিতে অভিনয় করে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেতা? উত্তরে শাহিদ জানান, 'হায়দর'-এ অভিনয় করার জন্য এক পয়সাও পারিশ্রমিক নেননি তিনি।

শাহিদের কথায়, 'সেই সময়ে আমার যা পারিশ্রমিক ছিল তা ওঁদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না'। তবে পারিশ্রমিকের কথা ভেবে ছবিটি থেকে পিছিয়ে আসেননি অভিনেতা। শাহিদ বুঝেছিলেন, বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের সঙ্গে ছবি করার সৌভাগ্য সহজে মেলে না। তা ছাড়া, 'হায়দর'-এর চিত্রনাট্য একজন অভিনেতা হিসেবে শাহিদ কাপুরের প্রতিভাকে মেলে ধরার যত খানি সুযোগ দিয়েছিল তেমন সুযোগ কেরিয়ারে আর ক'বার তিনি পাবেন তা নিয়েও সন্দিহান ছিলেন অভিনেতা। ফলে, একজন অভিনেতা হিসেবে নিজের অন্যতম সেরা পারফরম্যান্স দর্শকদের উপহার দেওয়ার জন্য, তিনি পারিশ্রমিক ছাড়াই অভিনয় করতে রাজি হয়ে যান, জানালেন অভিনেতা।

মাথাকে গুরুত্ব না দিয়ে মনকে গুরুত্ব দিয়ে শাহিদ কাপুর যে সেদিন উপরে রেখেছিলেন নিজের অভিনেতার সত্ত্বাকে তা বিফলে যায়নি বলাই বাহুল্য। ছবি মুক্তির পর প্রশংসায় ভেসে গিয়েছিলেন শাহিদ কাপুর। বক্স অফিসেও বিপুল ব্যবসা করেছিল সেই ছবি। তবে তারপর থেকে আর অন্যান্য কোনও ছবির ক্ষেত্রেই অবশ্য পারিশ্রমিক নিয়ে এমন উদারতা দেখাননি অভিনেতা। তাঁর কথায়, 'পেটও তো চালাতে হবে।' এই মুহূর্তে বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও জমিয়ে কাজ করছেন শাহিদ। সামনেই একগুচ্ছ ছবি এবং সিরিজে দেখা যাবে অভিনেতাকে।

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে এল রকি-রানির প্রেমকাহিনি, আয়েস করে বসে কোন অ্যাপ খুলবেন


ভিডিও স্টোরি