শেষ আপডেট: 14 July 2023 04:27
দ্য ওয়াল ব্যুরো: চলতি দশকে নকল বুদ্ধিমত্তার বিষয়টিই সম্ভবত হতে চলেছে সারা বিশ্বের অন্যতম মাথাব্যাথার কারণ। এআই নির্মিত ছবি, গান, সংবাদ পাঠিকার পর এবার এআই-এর থাবা পড়তে চলেছে হলিউডেও (SAGAFTRA joined WGA for ai issue)। কম খরচে ছবি হিট করাতে ক্রমেই এআই-এর দিকে ঝুঁকছেন নির্মাতারা। ফলে অদূর ভবিষ্যতে হয়তো পর্দায় লিওনার্দো ডি ক্যাপ্রিও বা জনি ডেপকে দর্শক পর্দায় দেখতে পাবেন, তবে আসল অভিনেতাকে নয়। হুবহু এই অভিনেতাদের মতো দেখতে রোবটকে।
স্বাভাবিক ভাবেই এই পরিকল্পনার ফলে কপালে ভাঁজ পড়েছে শিল্পীদের। কারণ, যেভাবে দ্রুত গতিতে ডালপালা মেলছে এআই-এর নানা দিক তাতে আখেরে ক্ষতি হবে শিল্পী থেকে শুরু করে সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত মানুষদের।
শুক্রবার অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত থেকে আন্দোলনের শরিক হয়েছে হলিউড অভিনেতাদের এই সংগঠন। হলিউডের ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে দুটি গোষ্ঠী শামিল হল আন্দোলনে। জানা গেছে, ডানকান ক্র্যাবট্রি আয়ারল্যান্ড নামের যে সংস্থা সাগ আফট্রার পরিচালনার দায়িত্বে আছে তাঁদের কাছেই হলিউডের নির্মাতারা একটি প্রস্তাবনা পাঠান।
কী আছে সেই প্রস্তাবনায়?
একেবারে হলিউডের বিখ্যাত সিরিজ 'ব্ল্যাক মিরর' থ্রিলারের মতোই অভিনেতাদের চেহারার অনুকরণে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন রোবট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, হলিউডের নির্মাতাদের পক্ষ থেকে এই সংস্থাকে জানানো হয়েছে যে তাঁরা যেন অভিনেতাদের প্রত্যেকের চেহারা, কথা বলার ধরন, অভ্যাস এগুলি স্ক্যান করানোর উদ্যোগ নেন। এর জন্য যে অভিনেতাদের স্ক্যান করা হবে তাঁদের প্রত্যেককেই একদিনের প্রাপ্য টাকা দেওয়া হবে। প্রস্তাবনা অনুযায়ী অভিনেতাদের সমস্ত ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা পুতুলকে এরপর অভিনেতাদের অনুমতি ছাড়াই ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন নির্মাতারা। স্বাভাবিক ভাবেই এই প্রস্তাবে রাজি নয় সাগ আফট্রা। তাঁদের প্রতিনিধির কথায়, 'এতে বঞ্চিত হবেন অভিনেতারাই। এখনই এই বিপজ্জনক প্রস্তাবে সকলে মিলে প্রতিবাদ না করলে অনেক দেরি হয়ে যাবে'।
উড়বে চন্দ্রযান, আর কয়েক ঘণ্টার অপেক্ষা! ১০ তথ্যে পড়ুন যাত্রার খুঁটিনাটি