শেষ আপডেট: 3rd December 2023 13:32
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার, ১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘স্যাম বাহাদুর’। ছবিটি ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র জীবনী অবলম্বনে। যেখানে নামভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। ওই একইদিনে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমাল’। সেই ছবি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। অন্যদিকে ‘স্যাম বাহাদুর’ তেমন আহামরি ব্যবসা করতে পারছে না। তবে ছবিটি সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
এবার মুক্তির পরদিন সেই ছবিটি দেখতে গেলেন শচীন তেন্ডুলকর। সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলিও। শচীন একা নন, প্রাক্তন ক্রিকেটার জাহির খান ও অজিত আগরকারও সিনেমাটি দেখতে গিয়েছিলেন। মুম্বইয়ে শনিবার একটি স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন সকলে। আর শো শেষ হতেই ক্রিকেটারদের সঙ্গে গিয়ে দেখা করলেন ছবির প্রধান অভিনেতা ভিকি। সঙ্গে প্রশংসা কুড়োলেন মাস্টার ব্লাস্টারের।
সিনেমাটি দেখার পরে শচীন বলেছেন, “ছবিটি খুবই ভাল। ভিকির অভিনয় আমায় মুগ্ধ করেছে। দেখে মনে হচ্ছিল, সত্যিই যেন স্যাম মানেকশ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওঁর হাঁটাচলা, অভিব্যক্তি দুরন্ত। আমাদের দেশের ইতিহাস জানার জন্য এই ছবিটি সকল বয়সের দর্শকদের অবশ্যই দেখা উচিত।” এদিকে ছোটবেলার হিরো তাঁর সিনেমা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দেখে অভিনেতা ভিকি কৌশল তখন যেন সপ্তম স্বর্গে। শচীনের প্রশংসায় অভিনেতা যে ভীষণই উদ্বুদ্ধ তা ধরা পড়েছে ভিকির ইনস্টা পোস্টে।
View this post on Instagram
শনিবার রাতেই শচীনের সঙ্গে তোলা একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “আমার ছোটবেলার হিরো আজ আমার সিনেমা দেখেছেন! আমি কি ঠিক আছি! ধন্যবাদ শচীন তেন্ডুলকর স্যার! আপনার প্রশংসা আমার সারাজীবনের প্রাপ্তি হয়ে থাকবে।” এদিকে শনিবার ওই স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসেছিলেন স্যাম মানেকশ'র কন্যা মায়া দারুওয়ালাও। তিনি ছবিটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। মায়া পরে সংবাদমাধ্যমে বলেন, “আমি এই নিয়ে দু’বার ছবিটা দেখলাম। দু’বারই কেঁদেছি।”