শেষ আপডেট: 31st January 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: 'আমি তোমার বাবা, তোমাকে ছেলে হতেই হবে'-- স্ত্রী রূপসা চট্টোপাধ্যায়ের সাধভক্ষণের অনুষ্ঠানে হবু সন্তানের উদ্দেশে এমনটাই বলতে শোনা গিয়েছিল স্বামী সায়নদীপ সরকারকে। আর তারপরেই সমাজ মাধ্যমে কটাক্ষের বন্যা।
একবিংশ শতকে দাঁড়িয়েও ছেলে সন্তানের জন্য মরিয়া! সায়নদীপকে একহাতো নেন নেটিজেন। শ্বশুরবাড়ি থেকে ছেলের জন্য চাপ দেওয়া হচ্ছে? সমস্যার মুখে রূপসা? একগুচ্ছ প্রশ্ন নিয়ে দ্য ওয়াল যোগাযোগ করে রূপসার সঙ্গে।
এই সমালোচনায় বিরক্ত তিনিও। জানালেন মজার ছলেই একটি ভিডিয়ো করেছিলেন তাঁর বাড়ির সকলে। কে কী চায়, তাই ছিল ভিডিয়োর টপিক। রূপসার কথায়, "অবাক হয়ে যাচ্ছি। কারও ব্যক্তিগত ইচ্ছে থাকতেই পারে। কেউ ছেলে পছন্দ করতেই পারেন। কারও মেয়ে পছন্দ। আরে বাবা মেয়ে হলে কি আমার স্বামী বা আমার পরিবার অবহেলা করবে? তা তো নয়। আমার মা-ও তো বলেছেন নাতি হলে বেশি খুশি হবেন। এর মানে তো এটা নয় নাতনি হলে তাঁর ভাল লাগবে না! একজন মেয়েসন্তানকে মানুষ করার অভিজ্ঞতা মায়ের রয়েছে। এবার এক ছেলে সন্তানের ছেলেবেলাটা কাছ থেকতে দেখার ইচ্ছে রয়েছে তাঁর।"
স্বামী সায়নদীপের পাশে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, "একই কথা সায়নদীপের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ওর খুব ইচ্ছে ছিল ভাই হবে। তা হয়নি। তাই ওর ইচ্ছে ছেলের মধ্যে দিয়েই ছোটবেলার সেই ইচ্ছে পূর্ণ করবে।" তাঁর সংযোজন, "আজ যদি মেয়ে চাই বলা হত তাহলে কিন্তু এত নিন্দে হত না। ভেদাভেদের কথা বলতে গিয়ে ওঁরা তো নিজেরাই ভেদাভেদ সৃষ্টি করে দিচ্ছেন।"
গত বছর অক্টোবরে, দুর্গাপুজোর মরসুমে বিয়ে করেছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের এক মাস পরেই সুখবর দিয়েছিলেন। যদিও আইনি বিয়ে হয়েছিল আগেই। এই মুহূর্তে মা হওয়ার স্বাদ চুটিয়ে উপভোগ করছেন রূপসা। এর মধ্যেই কটাক্ষ, মোটেও ভাল লাগছে না তাঁর।