শেষ আপডেট: 9th March 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই মা হয়েছে রূপসা চট্টোপাধ্যায়। এরপর থেকেই ছেলের ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করে যাচ্ছিলেন তিনি। শুধু ঝলকই নয়, একই সঙ্গে ছেলেকে নিয়ে শেয়ার করছিলেন নানা মজার ভিডিয়ো। পিছিয়ে ছিলেন না স্বামী সায়নদীপও।কিন্তু ছেলের নাম এ যাবৎ প্রকাশ্যে আনেননি তাঁরা। অবশেষে রবিবার সায়নদীপ ও রূপসা জানিয়েই দিলেন ছেলের কী নাম রেখেছেন তাঁরা।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন দু'জনেই। তাতে দেখা যাচ্ছে ফ্ল্যাটের এক্কেবারে বাইরের দরজায় সাঁটা আছে নেমপ্লেট। তাতে সায়নদীপ ও রূপসা ছাড়াও রয়েছে অভিনেত্রীর শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের নাম। ওই দরজার গায়েই কিছুটা অংশ ছিল কাগজ দিয়ে ঢাকা। তাতে আগুন লাগাতেই বেরিয়ে এল তাঁদের সন্তানের নাম। ভালবেসে ছেলের নাম রেখেছেন, 'অগ্নিদেব সরকার'।
ছেলের এ হেন নাম রাখায় খুশি নেটিজেনদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, "এখনকার দিনে ছোট নাম রাখা ট্রেন্ড। সেখানে দাঁড়িয়ে ছেলের এ হেন নাম একেবারেই অন্যরকম।" তবে কারও মতে এই নাম খানিক 'অফট্রেন্ড' বা সোজা বাংলায় সেকেলে।
প্রসঙ্গত, সামাজিক বিয়ের একমাস পরেই সায়নদীপ ও রূপসা জানান, তাঁরা বাবা-মা হতে চলেছেন। এই নিয়ে আলোচনা কিছু কম হয়নি। এমনকি রূপসা যখন অন্তঃসত্ত্বা, সেই সময় একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে দেখা যায় গর্ভবতী স্ত্রীর পেটে হাত দিয়ে সায়নদীপ বলছেন, 'ইউ বেটার বি আ বয়'। তাঁর ওই মন্তব্যে ঝড় ওঠে। সে সময় দ্য ওয়ালের কাছে মুখ খুলেছিলেন রূপসা। তিনি বলেন, "অবাক হয়ে যাচ্ছি। কারও ব্যক্তিগত ইচ্ছে থাকতেই পারে। কেউ ছেলে পছন্দ করতেই পারেন। কারও মেয়ে পছন্দ। আরে বাবা মেয়ে হলে কি আমার স্বামী বা আমার পরিবার অবহেলা করবে? তা তো নয়। আমার মা-ও তো বলেছেন নাতি হলে বেশি খুশি হবেন। এর মানে তো এটা নয় নাতনি হলে তাঁর ভাল লাগবে না! একজন মেয়েসন্তানকে মানুষ করার অভিজ্ঞতা মায়ের রয়েছে। এবার এক ছেলে সন্তানের ছেলেবেলাটা কাছ থেকে দেখার ইচ্ছে রয়েছে তাঁর।" এই মুহূর্তে কাজ থেকে খানিক দূরেই রয়েছেন রূপসা। ছেলে, স্বামীকে নিয়েই দিন কাটছে তাঁর।