শেষ আপডেট: 20th April 2024 20:39
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দীর্ঘ দিনের সম্পর্ক আইনি স্বীকৃতি পেল। শুক্রবার নিউটাউনের একটি হোটেলে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও পরিচালক অভিনেতা রাতুল মুখোপাধ্যায়। আর তাঁদের বিয়ের সাক্ষী থাকল রূপাঞ্জনার ছেলে রিয়ান।
মন্ত্রচ্চারণ, মালাবদল, শুভদৃষ্টি, সাতপাক তারপর সিঁদুর দান। সমস্ত রীতি মেনেই বিয়ে সারলেন টলিপাড়ার এই জুটি। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি শাড়ি, মাথায় মুকুট, গা ভর্তি গয়না একেবারে বাঙালি নববধূর সাজে ছিলেন রূপাঞ্জনা। অন্যদিকে, রাতুলকে দেখা গিয়েছে ধবধবে সাদা ধুতিতে বরের সাজে। প্রায় সাড়ে ছয় বছরের সম্পর্ক বিবাহ বন্ধনে পরিণতি পেল।
View this post on Instagram
বিয়ের দিন সকাল থেকে দুই তারকার বাড়িতে ছিল উৎসবের আমেজ। নান্দীমুখ অনুষ্ঠান থেকে শুরু করে গায়ে হলুদ, দুজনেই বিয়ের বিভিন্ন নিয়ম পালনে ব্যস্ত ছিলেন। যার ঝলক মিলেছে নবদম্পতির ছবিতে। সঙ্গে ক্যামেরায় ধরা পড়েছে তাঁদের খুনসুটিও। শুক্রবার বিকাল সাড়ে চারটে নাগাদ ছিল টলি পাড়ার তারকা দম্পতির বিয়ের লগ্ন।
View this post on Instagram
২০১৭ সালে অভিনেত্রীর প্রাক্তন স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়। সাত বছর পর রাতুলের সঙ্গে নতুন জীবন শুরু করলেন রূপাঞ্জনা। টলিপাড়ার এই জুটিকে বিয়ের শুভেচ্ছা জানাতে এদিন হাজির ছিলেন অভিনেত্রী ইশা সাহা, সন্দীপ্তা সেন, রাহুল দেব বসু, দেবাদৃতা বসু, প্রযোজক রানা সরকার এবং অনেকে। ভক্তরা নবদম্পতিকে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা জানিয়েছেন।