
দ্য ওয়াল ব্যুরো: কাজের জন্য মেইলে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি। সরাসরি কথা বলার জন্য নিজের হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর দিয়েছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। সেটাই কাল হল! সোশ্যাল মিডিয়ায় হেনস্থার (harassment) শিকার হলেন তিনি। চ্যাট করার সময় তাঁকে কুপ্রস্তাব দিল সেই যুবক।
যদিও বিষয়টি নিয়ে লুকোছাপা করেননি রূপাঞ্জনা। হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন এই অভিনেত্রী। রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। লেখেন, মৃন্ময় নামের এক ব্যক্তি আমার সঙ্গে কাজ করতে চেয়ে মেইল করে ইনস্টাগ্রাম প্রোফাইল ও ফোন নম্বর চায়। নম্বর শেয়ার করার পরেই মেসেজে এগুলো লেখেন ঐ ব্যক্তি।
এরপর তিনি আরও লেখেন যে, এই ধরনের মানুষদের সঙ্গে কী করা উচিত? প্লিজ বন্ধুরা আপনারাই আমাকে জানান। এরা শুধু নারীকে তাদের পণ্য বলে মনে করে এবং সমাজও এই ধরনের চাহিদা পূরণ করে।
সেই পোস্টের নীচেই আসতে থাকে একের পর এক কমেন্ট। একজন লেখেন, “আমার মনে হয় অবিলম্বে এই আচরণের বিরুদ্ধে আপনার পদক্ষেপ নেওয়া উচিত।” আর একজন লিখেছেন, “বাপ রে… কী দুঃসাহস! দয়া করে পুলিশের সাহায্য নিন।” কমবেশি সকলেই অভিনেত্রীকে পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে রূপাঞ্জনা ঠিক কী করবেন, তা এখনও জানা যায়নি।