শেষ আপডেট: 24 February 2023 01:05
দ্য ওয়াল ব্যুরো: ২০১৭ সাল থেকে ছেলেকে নিয়ে একাই থাকেন অভিনেত্রী। সিঙ্গল এবং ওয়ার্কিং মাদার হিসেবে টলি ইন্ডাস্ট্রিতে আলোচিত হয় তাঁর লড়াই। তার উপর তিনি স্পষ্টবাদী, ঠোঁটকাটা। নিজের জীবনের বোঝাপড়ায় কারও সঙ্গেই আপস করেন না। সেই অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) এবার এনগেজমেন্ট সারলেন, দার্জিলিং পাহাড়ে (Darjeeling)! একটি চার্চের সামনে আংটি বদল করলেন প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে।
রূপাঞ্জনা ও রাতুল অনেকদিন ধরেই আলোচিত জুটি। এবার তাঁরা সেরে ফেললেন বাগদান। দার্জিলিঙের চার্চের সামনে আংটি বদলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেযার করেছে রূপাঞ্জনা, লিখেছেন, 'সত্যি ভালবাসা কখনও শেষ হয় না। একসঙ্গে থাকার নতুন শুরু। আংটিবদল। এনগেজড।'
জানা গেছে, ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র শ্যুটিং করতে দার্জিলিংয়ে গিয়েছে গোটা টিম। সেই ধারাবাহিকেরই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। আর সেই আউটডোর শ্যুটিংয়ে তাঁর সঙ্গী হয়েছে ছেলে আর প্রেমিক রাতুল মুখোপাধ্যায়। শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে দিব্যি বেড়াচ্ছেন রূপাঞ্জনা-রাতুল, শেয়ার করছেন নানা ছবি। তার মধ্যেই হয়ে গেল আংটি বদলও। একেবারে অনাড়ম্বরে, নিভৃতে।
আগে অভিনয় করতেন রাতুলও। সম্প্রতি তিনি পরিচালনা করেন। রাতুলের সঙ্গে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে আছেন রূপাঞ্জনা। সে কথা কখনও গোপন করেননি তিনি। তাঁদের প্রেম অনেক পরিণত, এমনটাই বলেছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের একসঙ্গে বহু মুহূর্তের ছবি দেখা যায়। এবার শুরু হল জীবনের নতুন অধ্যায়, সাক্ষী রইল দার্জিলিং, শুভেচ্ছায় মুড়ে দিল সোশ্যাল মিডিয়া।
'আমার রান আউটই হারিয়ে দিল দলকে', বিশ্বকাপে বিদায় নিয়ে বললেন হরমনপ্রীত