শেষ আপডেট: 4th January 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছে, মা হতে চলেছেন কিয়ারা আডবানি। এরই মধ্যে শনিবার সকাল থেকে খবর ছড়ায় তিনি নাকি অসুস্থ ভর্তি হাসপাতালে। বাতিল করেছেন 'গেম চেঞ্জার' ছবির প্রোমোশনও। অনুগামীরা চিন্তিত হয়ে পড়েন। শুরু হয় জোর জল্পনা। তবে, এই খবর ভুয়ো। সাফ জানিয়ে দিল অভিনেত্রীর পিআর টিম। বাড়িতেই আছেন অভিনেত্রী। সেটিও নিশ্চিত করা হয়।
পিআর টিমের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, কিয়ারা বেশ কিছুদিন ধরেই টানা কাজ করছেন, ছবির শুটিং থেকে শুরু করে আসন্ন ছবির প্রোমোশনে ব্যস্ত ছিলেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে তিনি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার খবর মিথ্যে। অভিনেত্রী ভাল আছে। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন।
এস শঙ্কর পরিচালিত কিয়ারা আডবানি অভিনীত 'গেম চেঞ্জার' মুক্তি পাবে ১০ জানুয়ারি। আজ অর্থাৎ শনিবার ছবির প্রোমোশনে রাম চরণ উপস্থিত থাকলেও যেতে পারেননি অভিনেত্রী। বিশ্রামের প্রয়োজন ছিল বলেই এই সিদ্ধান্ত বলে জানায় পিআর টিম।