শেষ আপডেট: 5th December 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: দেব-রুক্মিণীর প্রেমের খবর গোটা টলিউড জুড়ে চর্চিত। সালটা ছিল ২০১৭। সেই বছরই মুক্তি পেয়েছিল দেব-রুক্মিণী অভিনীত প্রথম ছবি 'চ্যাম্প'। টলিউড সূত্রে খবর, ছবির শ্যুটিং সেটেই প্রেমের সূত্রপাত। আজ তাঁদের প্রেমকাহিনি কারও অজানা নয়। অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও হিট এই জুটি। তবে হঠাৎই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেবকে আনফলো করলেন। কিন্তু কারণটা কী?
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই খবর। নেটিজেনের এখন একটাই প্রশ্ন, ২০১৭ থেকে ২০২৪, দীর্ঘ সাত বছরের সম্পর্কে ইতি? এই খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ দেব-রুক্মিণী জুটির অনুরাগীদের। যদিও এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
হঠাৎ কেন দেবকে আনফলো করলেন তিনি, এর উত্তরে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, 'এমন কিছু যে হয়েছে, তা নিজেই জানি না। আমি তো কিছুই বুঝতে পারলাম না এসব কী হচ্ছে। আসলে আমার টিম সোশ্যাল মিডিয়া সামলায়। তাই এই ব্যাপারে আমি খুব একটা কিছু জানি না। এমনকী কীভাবে হল, সেটাও বলতে পারবো না। কখন যে কী হয়, কিছুই বুঝি না। সোশ্যাল মিডিয়ায় কী এসে যায়, আমি তো রিয়েল লাইফে দেবকে ফলো করি।' একথা বলেই তিনি হেসে ওঠেন।
ইনস্টাগ্রামে এই মুহূর্তে রুক্মিণী ৫১৫জনকে ফলো করেন। তবে দেখা যাচ্ছে, সেই তালিকায় আপতত নেই দেব। অভিনেত্রীর কথা যেতে বোঝা যাচ্ছে, হয়ত কোনও টেকনিক্যাল সমস্যার জেরেই এমনটা ঘটেছে। রুক্মিণী তাঁর কথার ইঙ্গিতে বুঝিয়েছেন, যে দুজন দুজনের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। তিনি সাফ জানালেন, বাস্তব জীবনে তিনি দেবকেই ফলো করেন। ফলে এখনই বিচ্ছেদের কোনও প্রশ্নই আসছে না।