শেষ আপডেট: 1st August 2023 19:34
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী সোহিনী সরকার কেন আলাদা মেকআপ রুম, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার পেয়েছেন, তা নিয়ে সমস্যার জেরে 'মাতঙ্গী' (Matangi) ওয়েব সিরিজের শ্যুটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তৃণা সাহা (Trina Saha)। এবার সেই দুই অভিনেত্রীর দ্বন্দ্বের জেরেই সরগরম হয়ে উঠেছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। অভিযোগ, সোহিনীর মত তৃণাও নিজের জন্য সব কিছু দাবি করেছিলেন। এর পাশাপাশি সিরিজের পরিচালককেও অপমানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে রুদ্রনীল নিজেই প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতি এবং কলাকুশলীদের কাজের সমস্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি এও জানিয়েছেন যে, ঘটনার পরে তৃণা লিখিতভাবে ক্ষমাও চেয়েছেন। কিন্তু জানা গিয়েছে, তাঁকে আর ফেরত আনা হচ্ছে না। আপাতত তাঁর সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে।
তবে তৃণার বদলি হিসেবে কে কাজ করবেন তা নিয়ে ইতিমধ্যে খোঁজখবর শুরু করেছে প্রযোজনা সংস্থা। সূত্রের খবর, তাঁর জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে রোশনী ভট্টাচার্যকে। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, গত ২৩ জুলাই শুরু হয়েছিল 'মাতঙ্গী'র শ্যুটিং। তার চতুর্থ দিনেই ঝামেলা করে বেরিয়ে যান তৃণা। আপাতত তাঁর জায়গায় নতুন অভিনেত্রীকে নিয়ে প্রত্যেকটি দৃশ্য আবার শ্যুট করতে হবে। এরমধ্যেই মঙ্গলবার থেকে 'কাবুলিওয়ালা' ছবির কাজ শুরু করেছেন সোহিনী। আবার পরমব্রত-রাইমা সেনের সঙ্গে 'হাওয়া বদল ২'-এর শ্যুটিং করতে কয়েকদিনের মধ্যেই লন্ডন উড়ে যাবেন রুদ্রনীল। সেসবের মধ্যেই সব জটিলতা কাটিয়ে 'মাতঙ্গী'র কাজ শুরু করে ফেলতে চাইছে প্রযোজনা সংস্থা।