
বলেছেন, মোটেই সহজ ছিল না যাত্রাটা। লোকে ভাবে ফিল্ম ইন্ড্রাস্ট্রির লোক বলে অসুবিধা হয়নি। যখন কাজ শুরু করলাম, পেতাম মাত্র ৩৫ টাকা। অনেকদিনই খাওয়ার পর হাতে পয়সা থাকত না। হাঁটতাম। কখনও খাবার জুটত না। থাকতাম সান্তা ক্রুজে। সেখান থেকে বাসা বদল করি দহিসারে, ঠাকুমার বাড়িতে। তখন আর্থিক সঙ্কট ছিল পরিবারের। নিজেদের থাকার মতো বাড়ি ছিল না। দহিসার ছিল বেশ দূরে। তাই হাঁটতাম। মালাদ থেকে আন্ধেরি কতদিন হেঁটে গিয়েছি। রোদের মধ্যে দেড় থেকে দুঘন্টা লাগত। সেইসব অলিগলি আমার চেনা বলে এখন ড্রাইভারকে যখন কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে বলি, সে নিশ্চয়ই ভাবে, লোকটা জানল কী করে, আগে চুরি-টুরি করত নাকি!