Latest News

‘সিংহম’ নিয়ে ফিরছেন রোহিত শেট্টি, অজয়ের পাশে থাকছে নতুন চমক

দ্য ওয়াল ব্যুরো: ফের বড়পর্দায় নিজের ‘কপ ফ্র্যাঞ্চাইজি’ নিয়ে আসছেন রোহিত শেট্টি (Rohit Shetty)। ২০১৪ সালে দ্বিতীয় ভাগ বেরোনোর প্রায় ৯ বছর পর আসতে চলেছে ‘সিংহম’ (Singham)-এর তৃতীয় ভাগ। আর এবারেও সঙ্গে থাকছে তাঁর ‘বাজিরাও’ অজয় দেবগণ (Ajay Devgn)। বছরের শুরুতেই এই নতুন খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অজয়।

ফেসবুকে রোহিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘সিংহমকে ফিরিয়ে এনে নতুন বছরের শুভ সূচনা করলেন রোহিত শেট্টি। আমি ইতিমধ্যে সিনেমার স্ক্রিপ্ট শুনেছি।’ এরপর আগুনের একটি ইমোজি দিয়ে তিনি বোঝান যে স্ক্রিপ্টটি তাঁর পছন্দ হয়েছে। সবশেষে অজয় দেবগণ লিখেছেন, ‘ঈশ্বর পাশে থাকলে একটি আমাদের একসঙ্গে ১১তম ব্লকব্লাস্টার ছবি হতে চলেছে।’

তবে এখানেই শেষ নয়, চমক রয়েছে আরও। জানা গেছে, এবার বাজিরাও সিংহমের পাশাপাশি আরও একজন মহিলা পুলিশ অফিসারকে দেখা যাবে। আর সেই চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। রোহিত শেট্টির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সার্কাস’-এর একটি গানে দীপিকাকে নাচতে দেখা গেছে। আর তারপরই সামনে এসেছে নতুন খবর। ফলত ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর আবার রোহিতের সঙ্গে কাজ করবেন দীপিকা।

অর্ধনগ্ন দীপিকার দৃশ্য সরিয়ে নিল সেন্সর বোর্ড! ‘বেশরম’ সোনালি বিকিনি আর দেখা যাবে না

You might also like