শেষ আপডেট: 31st July 2023 19:23
দ্য ওয়াল ব্যুরো: ভারতে বলিউড আর বেড়ানো অনেকটা এক সূত্রে বাঁধা। বলিউডের ছবির শ্যুটিং হয়েছে এমন বহু জায়গা পরবর্তী কালে বিখ্যাত বেড়ানোর জায়গা বা ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। একই কথা প্রযোজ্য সম্প্রতি মুক্তি পাওয়া 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (rocky aur rani ki prem kahani) ছবির ক্ষেত্রেও। একাধিক চোখ জুড়ানো লোকেশনে এই ছবির শ্যুটিং করা হয়েছে।
গুলমার্গ
কাশ্মীরের গুলমার্গ বলিউডের ছবি নির্মাতাদের কাছে বরাবরই প্রিয় লোকেশন। 'কাভি কাভি মেরে দিল মে' থেকে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির 'সুভানাল্লাহ' বহু গানের শ্যুটিং হয়েছে এখানে। তালিকায় রয়েছে 'রকি অউর রানি'র গানও।
জয়সলমীর
জয়শালমীরের দুর্গগুলি বলিউডের বিশেষ পছন্দের তালিকায় আছে। তারকাদের বিয়ে থেকে ছবির শ্যুটিং বারবার ড্রোন ক্যামেরার মাধ্যমে এই জায়গাগুলি পর্দায় ফুটিয়ে তোলেন নির্মাতারা। 'রকি অউর রানি'র ক্ষেত্রেও করণ জোহর ব্যবহার করেছেন এখানকার সূরজগড় দুর্গের বিশালত্বকে।
বুলন্দশহর
উত্তরপ্রদেশের বুলন্দশহরেও শ্যুটিং করা হয়েছে রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির। জয়সলমীরের মতো এই দুর্গের প্রাচীনত্বকেও পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে।
দিল্লি
দিল্লির কুতুব মিনার বা লোধী গার্ডেনে একাধিক শট নেওয়া রয়েছে রকি অউর রানি ছবির।
মুম্বই
মুম্বইয়ের তাজ হোটেলে বা ফিল্ম সিটিতে শ্যুটিং না হলে যেন বলিউডের ছবি অসম্পূর্ণ। 'রকি অউর রানি' ছবির শ্যুটিংও হয়েছে মুম্বইয়ের এই দুই লোকেশনে।
মিঠুন খুব জ্বালাত, র্যাগিং করে চুল কেটে দিয়েছিল: শক্তি কাপুর