শেষ আপডেট: 15th September 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদ চলছে সর্বত্র। এদিকে আর মাত্র কয়েকদিন বাকি দুর্গাপুজোর। রাস্তাঘাটে পুজোর আমেজ নেই সেভাবে। মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রাজ্যবাসীকে উৎসবে ফেরার আবেদন জানান। এই আবহে মানুষ উৎসবে যোগ দেবে কি না, সেই নিয়ে পক্ষে বিপক্ষে অনেকরকম মতামত উঠছে। সোশ্যাল মিডিয়া খুললেই মিলছে এই সংক্রান্ত নানা পোস্ট। এরই মধ্যে শনিবার চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। ওইদিন সন্দীপের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে। এই গ্রেফতারির পরই 'উৎসব' নিয়ে খোঁচা দিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
সোশ্যাল মিডিয়ায় উৎসব নিয়ে পোস্ট করলেন ঋত্বিক। লিখলেন, 'আচ্ছা ওই থানার ওসি আর প্রাক্তন অধ্যক্ষ গতকাল থেকেই উৎসবে যোগ দিল নাকি?' আরজি করের ঘটনা নিয়ে অন্যান্য টলিউডের অন্যান্য অভিনেতাদের মতো প্রথম থেকেই সরব ঋত্বিকও। এর আগেও একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'আমরা সবাই বিচার চাই।'
রাত দখল নিয়েও একাধিক পোস্ট করেন অভিনেতা। ১৪ অগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাতদখলের সময় ভাঙচুর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কলকাতা পুলিশকেও কটাক্ষ করতে দেখা যায় তাঁকে।