শেষ আপডেট: 23rd January 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-র লোকসভা নির্বাচনের আগেই একের পর তারকা যোগ দিয়েছিলেন রাজনীতিতে। ২১ জুলাই ভরা মঞ্চে দাঁড়িয়ে হুগলির বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দিদির ডাকেই তিনি সাড়া দিয়েছেন। নেমেছেন রাজনীতির ময়দানে। তবে বাংলার অন্যতম জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি।
অথচ মুখ্যমন্ত্রীর সঙ্গে বরাবরই সখ্য বজায় রেখেছেন । শোনা যায় অফারও গিয়েছে অতীতে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁকে রাজনীতিতে যোগদানের আহ্বান জানান, কী করবেন তিনি? ফিরিয়ে দেবেন তাঁকেও?
সম্প্রতি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত চুঁচুড়া উৎসবে হাজির ছিলেন তিনি। সেখানেই সাংবাদিকের এই প্রশ্নের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন,"আমি রাজনীতি থেকে বরাবরই দূরে। আমি তো এই পেশার কিছুই বুঝি না। আমি আসলে একজন শিল্পী। শিল্পী হিসেবেই থাকতে চাই।" কিন্তু মুখ্যমন্ত্রীর মুখের উপরে না বলতে কি পারবেন? ঋতুপর্ণার সাফ উত্তর, 'সেই উত্তর আমি মুখ্যমন্ত্রীকেই দেব।'
বহু হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে অধিকার করে রেখেছিলেন প্রথম স্থান। আজও কাজ করছেন চুটিয়ে। উৎসবে হাজির হয়ে দর্শকের অনুরোধে তাঁর ও প্রসেনজিৎ জুটির জনপ্রিয় ছবি 'অযোগ্য' থেকে গানও গাইতে দেখা যায় তাঁকে।