শেষ আপডেট: 14th March 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই ক্লাবগুলোতে ভিড়। হাই ডেসিবেলে গান বেজে চলেছে একনাগাড়ে। 'হোলি হ্যায়' বলে পথচলতি মানুষদের দিকে তাক করে রঙ ছুড়ছে কচিকাঁচা। সোনালি-রুপোলি বাদুড়ে রঙ মাখা মুখেও দুষ্টুমির ছোঁয়া। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে দোল উৎসব। এ সবের মধ্যেও যদিও মন ভাল নেই ঋতুপর্ণা সেনগুপ্তর। এ দোল তাঁর কাছে বিষাদের। অনেক না পাওয়ার সাক্ষী বটে। সিন্নিভোগ নেই, সেই গন্ধটাও নেই।
এই অনেকগুলো নেইয়ের কারণ একটাই। যাকে জড়িয়ে এতকিছু সেই মানুষটাই যে আর নেই। অভিনেত্রীর মা গত বছর ২৩ নভেম্বর কিডনিজনিত সমস্যায় মারা গিয়েছেন। বিংশ শতকে শোকের আয়ু কম হলেও উৎসবের দিনগুলিতে স্বজনহারানোর বেদনা যেন আরও তীব্র হয়ে ওঠে তাঁর। স্মৃতি বড় দায়! অভিনেত্রীর কথায়, "মাকে ছাড়া এই প্রথম দোলপূর্ণিমা আমার। চাইলেই আর পা ছুঁয়ে প্রণাম করতে পারব না। ছুঁয়ে দেখতে পারব না। রঙ খেলতে ভালবাসত মা। সেটারও ছুটি এবারও। এবার মা আর সত্যনারায়ণের সিন্নি বানাবে না।"
বিগত বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। তবু দোলপূর্ণিমার নিশিতে নির্মল আকাশ আর মৃদুমন্দ বাতাসকে সাক্ষী রেখে প্রতিবছরই তাঁর ঠাকুর ঘরে কাটত বেশ কিছুটা সময়। মাকে ছাড়া কী করবেন বুঝেই উঠতে পারেন না 'মামণি'। ওটিই তাঁর ডাকনাম, তাঁর আদরের নাম, মায়ের ভালবাসার নাম। আনন্দউৎসবে তাঁর শুধু একটাই চাওয়া, 'মা যেন ভাল থাকে।' ব্যস, তাতেই খুশি ঋতুপর্ণা।