শেষ আপডেট: 10th September 2024 19:07
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর আবহে টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে গত শনিবারই পরিচালক অরিন্দম শীলকে তলব করেছিল রাজ্য মহিলা কমিশন। সেদিনই রাতেই অরিন্দমকে সাসপেন্ডে করে পরিচালকদের গিল্ড।
বাংলা চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা রুখতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মঙ্গলবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নবান্নে অভিনেত্রী।
বাংলা চলচ্চিত্র জগতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে এর আগে সোশ্যাল মিডিয়ায় চিঠি লেখেন অভিনেত্রী। অনুরোধ করেন, ইন্ডাস্ট্রিতেও যেন তদন্ত হয়।
অভিনেত্রী লিখেছিলেন, 'দিদি, আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন রয়েছে, এখনই। এটাকে গুরুত্ব দেওয়ার আগে আরও একটি ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা ঘটে যাক আমরা চাই না। রুপোলি দুনিয়ায় রয়েছি বলে, পুরুষেরা আমাদের পণ্য বা তাদের যৌনতৃষ্ণা মেটানোর মাধ্যম হিসাবে দেখবে, এটা হতে পারে না।'
পাশাপাশি উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। টলি জগতেও কেন এমন কোনও কমিটি নেই? তিনি উল্লেখ অরেন প্রায় একই ধরনের ঘটনা অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে।
এ রাজ্যে নারী সুরক্ষার জন্য একটি বিশেষ কমিটি তৈরির বিষয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে সে জন্যই হয় তো মমতার সঙ্গে দেখা করতে গেলেন ঋতাভরী। এখন দু'জনের মধ্যে নারী নিরাপত্তা বা বিশেষ কমিটি নিয়ে কী আলোচনা হয় সে দিকেই থাকবে নজর।