শেষ আপডেট: 27th January 2025 23:05
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে একাধারে গ্ল্যামার এবং অভিনয়ের জন্য প্রশংসা করা হয়। ছোটবেলা থেকেই অভিনয় জগতে পা রাখলেও, একেবারে ভিন্ন পেশার প্রতি ছিল তাঁর আগ্রহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঋতাভরী নিজেই এক চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন। ছোটবেলায় অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছা ছিল না তাঁর। একথা নিজে মুখেই সবাইকে জানিয়েছেন অভিনেত্রী। তাহলে প্রশ্ন হল, কী হতে চেয়েছিলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি জানান, তাঁর স্বপ্ন ছিল বাস কন্ডাক্টর অথবা টিকিট বিক্রেতা হওয়ার। তিনি লিখেছেন, 'জীবনের সেরা সময় কাটানোর সময়ই মনে পড়ে, তুমি একজন বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে।'
এছাড়াও, ঋতাভরী পোস্টে আরও জানান, 'আমার সব সংগ্রহ করা টিকিট কোথায় গেল? আর কে বাস কন্ডাক্টর হতে চেয়েছিল জীবনে? অথচ, আজ তাঁরা অন্য কিছু করছেন!' এর মাধ্যমে ঋতাভরী তাঁর শৈশবের স্মৃতি ভাগ করে নিয়েছেন নেটপাড়ায়।
View this post on Instagram
অভিনেত্রী ঋতাভরী বর্তমানে সিনেমার দুনিয়ায় বেশ পরিচিত মুখ। সম্প্রতি তাঁর অভিনীত 'বহুরূপী' সিনেমাটি পুজোর সময় মুক্তি পেয়েছে। ভবিষ্যতে আরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বলিউড অভিনেতা সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে তাঁর সম্পর্কে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত।