শেষ আপডেট: 6th March 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: একসময় প্রেম ছিল তাঁদের। তবে নিজেদের প্রেম নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি ঋতাভরী চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায়কে। যদিও দিন কয়েক আগেই ঋতাভরীর সঙ্গে এক ছবি শেয়ার করেছিলেন সৃজিত। মান-অভিমানের পর্ব শেষ, শেয়ার করেছিলেন নিজেই। তবু তাঁদের সম্পর্ক কেন ভাঙল তা নিয়ে কৌতূহলের সীমা নেই। সম্প্রতি এক পডকাস্টে এসে তা নিয়েই অকপট ঋতাভরী। সব দায় নিয়েছেন নিজের কাঁধেই। ঋতাভরীর কথায়, "আমরা ৭-৮বছর কথা বলিনি। আবার এখন সত্যি বলতে আমরা একসঙ্গে নিজেদের বন্ধুত্বটাকে উপভোগ করছি।"
সৃজিতকে ভালবেসে 'গুবলু' বলে ডাকেন ঋতাভরী। বললেন, "আমার কাছে ও হচ্ছে গুবলু। ও এমন একজন মানুষ যাকে আমি, আমার মা খুব পছন্দ করি। মিষ্টি। খেতে ভালবাসে। কাজ পাগল। ছবির জন্য প্রাণ দিতে পারে। ডিনার টেবিলে ওর মতো ভালো সঙ্গী আর হয় না।"
নিজেই জানালেন সৃজিতের হৃদয় ভেঙেছেন তিনি। তবে তা নিয়ে গর্ব করতে চান না ঋতাভরী। যা করেছেন সেটা ভুল, মেনে নিয়েছেন অকপটেই। সৃজিতকে নিয়ে মনের মধ্যে বহুদিন ধরে লালন করেছেন ভুল ধারণা। অভিনেত্রীর কথায়, "অনেকগুলো বছর আমি ভেবেছি, ও আমাকে ঘৃণা করে। আমি বিস্তারে বলব না, শুধু বলব, যা করেছি আমার ভুল ছিল।" বয়স কম ছিল। তাই অভিমানে কথাও ছিল বন্ধ। জানা যায়, সম্পর্ক ঠিক করার উদ্যোগটা প্রথম নিয়েছিলেন সৃজিতই। ঋতাভরীর বিয়ে শুনে নিজেই মেসেজ করে লিখেছিলেন, 'ফিস ওরলিটা হবে তো'? এরপরেই সাক্ষাৎ। অভিমান গলে জল।
২০১৭ সালে শুরু হয় সৃজিত ও ঋতাভরীর সম্পর্ক। ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। দু'জনের ছবি আজও ঘুরে বেড়ায় নেটদুনিয়ায়। তবে এর পরেই ছন্দপতন। কিন্তু ওই যে, 'টাইম হিলস এভরিথিং'। সেই হিলিং প্রক্রিয়া আপাতত শেষ। প্রেম না থাক লেও বন্ধুত্ব আবারও ঝালিয়ে নিয়েছেন তাঁরা।