ফুলেরা গ্রামে বাজছে বিয়ের সানাই। চারদিক ফুলে ফুলে সেজে উঠেছে। লাল টুকটুকে লেহেঙ্গা পরে লাজুক মুখে দাঁড়িয়ে রিঙ্কি, পাশে সচিবজি।
ফুলেরা গ্রামে বিয়ের সানাই
শেষ আপডেট: 5 July 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: ফুলেরা গ্রামে বাজছে বিয়ের সানাই। চারদিক ফুলে ফুলে সেজে উঠেছে। লাল টুকটুকে লেহেঙ্গা পরে লাজুক মুখে দাঁড়িয়ে রিঙ্কি, পাশে সচিবজি। বিয়ের আসরে আসছেন মনজু দেবী, মাথায় পাগড়ি বেঁধেছেন প্রধানজি। ঢোল পেটাচ্ছেন বনরাখস! অবশেষে বহু প্রতীক্ষার পর ফুলেরা গ্রামে ধুমধাম করে রিঙ্কি আর সচিবজির বিয়ে! ব্যাপারটা কী?
নতুন ‘পঞ্চায়েত’ মরসুম ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আর এই আবেগের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যা দেখে অনেকেই ভেবেছেন সত্যিই বুঝি ফুলেরা গ্রামে রিঙ্কি আর সচিবজির বিয়ে হয়ে গেল! ভিডিওতে দেখা যাচ্ছে—ফুল দিয়ে সাজানো জায়গায় বসে রয়েছেন লাল লেহেঙ্গা পরা রিঙ্কি। তার পাশে সচিবজি।
কেউ লিখেছেন, “অবশেষে! এই দৃশ্যটাই তো দেখতে চাইছিলাম।” আবার কেউ লিখেছেন, “এটা কি সত্যিই ঘটল নাকি এআই?” আসলে, না—এটা কোনও অফিশিয়াল দৃশ্য নয়। এটি একটি নিখুঁতভাবে তৈরি এআই ভিডিও, যাতে পঞ্চায়েত চরিত্রদের মুখ বসিয়ে এক বিয়ের অনুষ্ঠানের ফ্রেম তৈরি করা হয়েছে। জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে এমনই বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে ফুলেরা গ্রামে সচিবজি ও রিঙ্কির বিয়ে, যা দেখে অনেকেই বেশ মজাও পাচ্ছেন।