Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Rinki Sachiv ji wedding video

ঠোঁটে ঠোঁট! বিয়ের পিঁড়িতে রিঙ্কি আর সচিবজি, উৎসবের মেজাজ ফুলেরা গ্রামে

ফুলেরা গ্রামে বাজছে বিয়ের সানাই। চারদিক ফুলে ফুলে সেজে উঠেছে। লাল টুকটুকে লেহেঙ্গা পরে লাজুক মুখে দাঁড়িয়ে রিঙ্কি, পাশে সচিবজি। 

ঠোঁটে ঠোঁট! বিয়ের পিঁড়িতে রিঙ্কি আর সচিবজি, উৎসবের মেজাজ ফুলেরা গ্রামে

ফুলেরা গ্রামে বিয়ের সানাই

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: ফুলেরা গ্রামে বাজছে বিয়ের সানাই। চারদিক ফুলে ফুলে সেজে উঠেছে। লাল টুকটুকে লেহেঙ্গা পরে লাজুক মুখে দাঁড়িয়ে রিঙ্কি, পাশে সচিবজি। বিয়ের আসরে আসছেন মনজু দেবী, মাথায় পাগড়ি বেঁধেছেন প্রধানজি। ঢোল পেটাচ্ছেন বনরাখস! অবশেষে বহু প্রতীক্ষার পর ফুলেরা গ্রামে ধুমধাম করে রিঙ্কি আর সচিবজির বিয়ে! ব্যাপারটা কী?

নতুন ‘পঞ্চায়েত’ মরসুম ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আর এই আবেগের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যা দেখে অনেকেই ভেবেছেন সত্যিই বুঝি ফুলেরা গ্রামে রিঙ্কি আর সচিবজির বিয়ে হয়ে গেল! ভিডিওতে দেখা যাচ্ছে—ফুল দিয়ে সাজানো জায়গায় বসে রয়েছেন লাল লেহেঙ্গা পরা রিঙ্কি। তার পাশে সচিবজি।


বিয়ের অনুষ্ঠানে হাজির মনজু দেবী, প্রধানজি, প্রহ্লাদ, বিকাশ। এমনকি ‘বনরাখস’–ও ঢোল বাজাচ্ছেন। খুশিতে আপ্লুত সবাই, কপালে সিঁদুর, হাতে মেহেন্দি—সব মিলিয়ে যেন রাজ্যের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত বিয়ে এই মুহূর্তে। ভিডিওটি শেয়ার করেছে @tvfaddicts নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

কেউ লিখেছেন, “অবশেষে! এই দৃশ্যটাই তো দেখতে চাইছিলাম।” আবার কেউ লিখেছেন, “এটা কি সত্যিই ঘটল নাকি এআই?” আসলে, না—এটা কোনও অফিশিয়াল দৃশ্য নয়। এটি একটি নিখুঁতভাবে তৈরি এআই ভিডিও, যাতে পঞ্চায়েত চরিত্রদের মুখ বসিয়ে এক বিয়ের অনুষ্ঠানের ফ্রেম তৈরি করা হয়েছে। জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে এমনই বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে ফুলেরা গ্রামে সচিবজি ও রিঙ্কির বিয়ে, যা দেখে অনেকেই বেশ মজাও পাচ্ছেন।
 


ভিডিও স্টোরি