শেষ আপডেট: 5th January 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: শচিন-কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্কে রয়েছেন শুভমন গিল--- ২০২৪ এর প্রথম ভাগ জুড়ে এই খবরেই মাতোয়ারা ছিল বাইশ গজ। এমনকি ক্রিজে শুভমন যখন ফিল্ডিং করছেন তখনই গ্যালারিতে শুভমনকে লক্ষ্য করে গ্যালারি জুড়ে 'সারা ভাবি, সারা ভাবি' চিৎকারের ভিডিয়োও হয়েছিল ভাইরাল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয় গুঞ্জন।
বিগত বেশ কিছু মাস ধরে রটেছে অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে নাকি সম্পর্কে আছেন শুভমন। এও রটে তাঁদের নাকি বিয়েও হয়ে গিয়েছে! সত্যিই কি তাই? শুভমন ও ঋদ্ধিমার সম্পর্ক এই মুহূর্তে কোন খাতে বইছে? প্রশ্ন করা হয়েছিল ঋদ্ধিমাকে। নীরবতা ভাঙলেন তিনি।
ঋদ্ধিমা পরিস্কার জানিয়ে দিয়েছেন, যা রটেছে তা মিথ্যে। বিয়ে তো দূরের কথা অভিনেত্রীর দাবি, তাঁর সঙ্গে শুভমনের নাকি কোনওদিন দেখাই হয়নি। কীভাবে বিয়ের খবর রটে গেল তা কিছুতেই মাথায় ঢুকছে না তাঁর। পুরো ব্যাপারটাই তাঁর কাছে 'হাস্যকর'।
তিনি বলেন, "সব কিছু এভাবে যে ছড়িয়ে পড়বে সত্যি বলতে ভাবতেই পারিনি। হঠাৎ করেই আমি একরাশ শুভেচ্ছাবার্তা পেতে শুরু করি। যখনই গোটা ব্যাপারটা আমার নজরে এসে আমি অফিসিয়াল বিবৃতির মধ্যে দিয়ে সবটা জানাই।" তবে হায়! নিজের বক্তব্য পেশ করলেও আজও ঋদ্ধিমা ও শুভমনকে নিয়ে আলোচনা জারি। আর সেখানেই খারাপ লাগে ঋদ্ধিমার।।
তাঁর কথায়, "আমি জানি, একজন অভিনেতা হিসেবে আমার সমস্ত কাজকর্ম সব সময় মানুষ লক্ষ্য করছে। কিন্তু আমাদের বাবা-মায়েরা যদি এই সব দেখে তবে তাঁদের জন্য গোটা ব্যাপারটা বেশ সমস্যার হয়ে ওঠে। সমস্ত গুঞ্জনের হাত থেকে তাঁরা আমাদের রক্ষা করতে চান। তাঁদের খারাপ লাগলে আমারও খারাপ লাগে।" নিজের সম্পর্ক নিয়ে কোনওদিনই মুখ খোলেননি শুভমন। তবে ঘনিষ্ঠ মহল বলে, সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর প্রেম আজও চলছে। কবে তাঁরা সম্পর্কের সত্যতা স্বীকার করে নেন এখন সেটাই দেখার।