শেষ আপডেট: 28th March 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: তেত্রিশ বছর পার করতে চলেছে এক নাট্যদল। কৌশিক সেনের ‘স্বপ্নসন্ধানী’। ছকভাঙা নাট্য প্রযোজনা, সংলাপ এমনকি নাট্যমঞ্চকে ব্যবহার করে বারবার এক নতুন ধারার স্বপ্নের সন্ধান করেছে ‘স্বপ্নসন্ধানী’। এবার ফের একবার দুটি নতুন প্রযোজনা নিয়ে একেবারে নতুন নাটক নিয়ে মঞ্চে নামতে চলেছে নাট্যদল। ছকভাঙার বিষয়টি আরও প্রকট এবারের দুই প্রযোজনায়। ‘স্বপ্নসন্ধানী’র অন্যতম নাট্যকর্মী কৌশিকপুত্র ঋদ্ধি বললেন, ‘আমাদের এবারের নাটকের ভাষা, ইংরেজি। বাংলা ছাড়াও ভিন্নভাষী নাট্যপ্রেমীদের জন্য এই দুই নাটক। শুধু এই রাজ্যে নয়, ভিন্ন রাজ্যতেও আমাদের এই দুই নাটক মঞ্চস্থ হবে। আসলে আমরা নিজেদের কমফোর্ট জোনটা ভাঙতে চাইছি।’
গত দু’বছর নতুন নাটক মঞ্চস্থ হয়নি। চলতি বছরে ‘স্বপ্নসন্ধানী’ ফিরছে দুটো নতুন প্রযোজনার মাধ্যমে। ঋদ্ধি সেন তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন,‘দুটো নাটকের বিষয়, সেই বিষয়ের প্রয়োজনীয়তা এবং সেই প্রয়োজনীয়তার গতিপথ ভাষাগত জায়গায় আমাদের একটা বদল ঘটাতে বাধ্য করেছে, শৈল্পিক এবং বাস্তবসম্মত কিছু কারণে...’ প্রথম যে নাটকটি মঞ্চস্থ হতে চলেছে, তার নাম ‘মার্ক্স ইন কলকাতা’। আমেরিকান ইতিহাসবিদ ও নাট্যকার হাওয়ার্ড জিন-এর ‘মার্ক্স ইন সোহো’ নাটকটির অবলম্বনে।
‘মার্ক্স ইন কলকাতা’তে রয়েছে আরেক চমক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়ন্ত কৃপালিনী এবং বাংলার প্রথম সারির এক পরিচালক। সৃজিত মুখোপাধ্যায় (srijit mukherji)। ঋদ্ধি সেন (Riddhi Sen)বললেন, ‘প্রথমত জয়ন্ত, কৃপালিনী অবাঙালি হলেও, তাঁর গোটাটা জুড়েই এই শহর। তিনি বাংলা ভাষাটি বোঝেন, বলতে পারেন সর্বোপরি ভাষার অনুভূতিটা বোঝেন। তাই ‘মার্ক্স ইন কলকাতা’য় তিনি একেবারে উপযুক্ত অভিনেতা।’ অন্যদিকে পরিচালক সৃজিত শেষ অভিনীত নাটক প্রায় বিশ বছর আগে, বেঙ্গালুরুতে, যখন তিনি কর্মরত ছিলেন। বললেন ঋদ্ধি, ‘আমার অভিনয় করার কথা ছিল, তবে বয়সের কারণে তা ঠিক মানানসই ছিল না, সৃজিতদার শারীরিক গঠন, বয়স এবং ইংরেজি ভাষায় দক্ষতা একেবারে চরিত্রটির জন্য একেবারে মিলে গিয়েছিল।’
‘মার্ক্স ইন কলকাতা’র প্রসঙ্গে খোলসা করলেও, ‘স্বপ্নসন্ধানী’র দ্বিতীয় প্রযোজনা নিয়ে খানিক কমই মুখ খুললেন ঋদ্ধি। বললেন, ‘দ্বিতীয় নাটকের নাম ঘোষণা হবে, শীঘ্রই। এখন নামকরণ পর্ব চলেছে। স্ক্রিপ্টিং, কাস্টিংও চলছে সঙ্গে-সঙ্গে। মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুতে মঞ্চস্থ হবে নাটকটি। নাটকে শুধু বাংলার অভিনেতারাই নয়, মুম্বইয়ের অভিনেতাদের সহযোগে মঞ্চন্থ হবে নাটক। ইন্ডিয়া ট্যুর করে দেশের ভিন্ন শহরে নাটকটি দেখানো হবে।’ ঋদ্ধি তাঁর ফেসবুক দেওয়ালে লিখেছেন—‘৩৩তম বছরে এসে স্রেফ নষ্টালজিয়া বা স্মৃতিমন্থনের মঞ্চায়নে আটকে না থেকে স্বপ্নসন্ধানী থিয়েটারের নিজস্ব ভাষার ভিন্ন রাস্তাগুলোতে তাদের সন্ধান চালিয়ে যেতে চায়’।
আগামী ২৯ মে, জিডি বিড়লা সভাঘরে প্রথমবার মঞ্চস্থ হবে জয়ন্ত কৃপালিনী, সৃজিত মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া সরকার, প্রমুখ অভিনীত কৌশিক সেনের নির্দেশনায় ‘মার্ক্স ইন কলকাতা’।