Date : 19th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে ৩৭ লাখ ভোটারকে ঠিকানায় পাওয়া যায়নি, নাম বাদ যাবে? অনুপ্রবেশকারী নিয়ে চুপ কমিশনসোদপুরে ভেঙে পড়ল ভগ্নদশা বাড়ি, চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির, সতর্কবার্তা উপেক্ষার অভিযোগভারত-পাক সংঘর্ষে ৫ যুদ্ধবিমান ধ্বংস হয়’, ফের দাবি ট্রাম্পের, অস্ত্রবিরতির কৃতিত্বও নিলেন তিনিফের ভুল ইঞ্জেকশনের অভিযোগ! বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ একাধিক প্রসূতি৮৬ হাজার কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের! এপস্টিন ফাইল প্রকাশের আবেদনগোপালগঞ্জে যুদ্ধ সরঞ্জাম নিয়ে গিয়ে পাক বাহিনীকেও হার মানিয়েছে, ফের সেনার বিরুদ্ধে সরব হাসিনাদেওর-বৌদির পরকীয়া? ঘুমের ওষুধ খাইয়ে বিদ্যুতের শক দিয়ে যুবককে খুনের অভিযোগউঠোন থেকে শিশুকে তুলে খুবলে খেল চিতাবাঘ! গ্রামবাসীদের চাপে একা অভিযানে রেঞ্জার‘ইন্ডিয়া’ জোটে ফাটল! কংগ্রেসের বৈঠকে নেই আপ, ভার্চুয়াল যোগ দেবেন অভিষেকবেহাল রাস্তা নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ, ফিরহাদের পালটা আশ্বাস, '৫-৬ দিনই যথেষ্ট'
Kareena kapoor-bollywood

বলিউডে পঁচিশ পার করিনার! গ্ল্যামার কুইনের ফিল্মি সফরের রূপকথা! প্রথম সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল!

বলিউডের অন্যতম স্টাইল আইকন, গ্ল্যামার কুইন করিনা কাপুর খান ইন্ডাস্ট্রিতে ২৫ বছরে পা দিলেন। ২০০০ সালের ৩০ জুন ‘রিফিউজি’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম ছবিটি বক্সঅফিসে বিশেষ সাফল্য না পেলেও, করিনার অভিনয় নজর কেড়েছিল সকলের। আর আজ, ২৫ বছর পর, তিনি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম।

বলিউডে পঁচিশ পার করিনার! গ্ল্যামার কুইনের ফিল্মি সফরের রূপকথা! প্রথম সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল!

পঁচিশ পার করিনার

শেষ আপডেট: 30 June 2025 10:35

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম স্টাইল আইকন, গ্ল্যামার কুইন করিনা কাপুর খান ইন্ডাস্ট্রিতে ২৫ বছরে পা দিলেন। ২০০০ সালের ৩০ জুন ‘রিফিউজি’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম ছবিটি বক্সঅফিসে বিশেষ সাফল্য না পেলেও, করিনার অভিনয় নজর কেড়েছিল সকলের। আর আজ, ২৫ বছর পর, তিনি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম।

এই বিশেষ দিনে করিনা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কিছু নস্ট্যালজিক ছবি – যা ‘রিফিউজি’ ছবির শুটিংয়ের সময়ের। ছবিতে কখনও দেখা যাচ্ছে অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর ফ্রেম শেয়ার করতে, আবার কখনও একা ক্যামেরার সামনে। ছবির ক্যাপশনটি ছিল ছোট কিন্তু আবেগময় – ‘২৫ বছর এবং চিরকাল…’ সঙ্গে হার্ট আর ইনফিনিটি ইমোজি।

যদিও ‘রিফিউজি’ করিনার কেরিয়ার শুরু করার মতো হিট ছবি ছিল না, তবুও ছবির গানগুলো সেই সময় সুপারহিট হয় এবং আজও অনেকের প্লেলিস্টে জায়গা করে নিয়েছে। করিনার প্রথম ছবি ‘ফ্লপ’ হলেও, তিনি কখনও থেমে থাকেননি।

আজও তিনি বলিউডে সক্রিয়, একের পর এক সিনেমায় নিজের জায়গা পাকা করে চলেছেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে রোহিত শেট্টির ‘সিংঘাম এগেন’-এ, আর এখন তিনি ব্যস্ত মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবির কাজে, যেখানে তাঁর বিপরীতে থাকবেন পৃথ্বীরাজ সুকুমারন।

এদিকে করিনার ২৫ বছর আগের এক সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই একেবারে নবাগতা করিনা ছিলেন একটু নার্ভাস, কিন্তু ভীষণ আত্মবিশ্বাসী। যখন তাঁকে প্রশ্ন করা হয়, এত কম বয়সে কাজ শুরু করা নিয়ে তাঁর অনুভূতি কী, তখন করিনা বলেন, ‘আমি কিছুই অনুভব করছি না... আমি জানি না কী বলব। ভিডিও দেখার পর মনে হয়েছে ছবিটা বিশাল হিট হবে, কারণ আমরা সবাই খুব পরিশ্রম করেছি। এটা খুব বড় সাফল্য পাবে।’

ভক্তরা করিনার এই পুরনো ভিডিও দেখে অভিভূত। কেউ লিখেছেন, ‘তখনও যেমন ফ্রেশ ও ইনোসেন্ট ছিল, আজও তেমনই গর্জিয়াস। কত সুন্দরভাবে কেরিয়ার গড়েছে সে!’ আর এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘উনি কিছুই অনুভব করেননি, তাই হয়তো টপে পৌঁছে গেছেন! তাই সবাই অনুভব বন্ধ করে কাজ শুরু করো!’


ভিডিও স্টোরি