শেষ আপডেট: 26th January 2025 08:34
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবছর উদযাপন করছে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। এই দিনটি দেশজুড়ে উদযাপিত হবে দেশপ্রেমের আবেগে। একে সাধারণতন্ত্র দিবসের ছুটি, তারউপরে আবার রবিবার। সব মিলিয়ে গোটা দিনটা একেবারে কাটবে খুশির মেজাজে। এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশপ্রেমের কিছু সিনেমা দেখা যেতে পারে। এমনই কয়েকটি সিনেমার খোঁজ দেওয়া হবে, যা ওটিটি প্ল্যাটফর্মেই দেখে ফেলতে পারবেন।
স্যাম বাহাদুর
সাধারণতন্ত্র দিবসে রবিবারে পরিবারের সঙ্গে দেখতে পারেন ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ভারতের ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি দেখা যাবে ZEE5-এ।
শের শাহ
সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবাণীর অভিনীত ‘শের শাহ’ সিনেমাটি ভারতের সাহসী ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন কাহিনি নিয়ে তৈরি। প্রজাতন্ত্র দিবসে দেশপ্রেমের আবেগ অনুভব করতে চাইলে এটি হতে পারে দারুণ একটি সিনেমা। এটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারবেন।
রাজি
ভিকি কৌশল এবং আলিয়া ভাটের ‘রাজি’ সিনেমাটি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেখার জন্য আদর্শ। এই থ্রিলার-অ্যাকশন সিনেমায় ভিকি এবং আলিয়ার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আপনি এটি দেখতে পারেন অ্যামাজন প্রাইমে।
মিশন মজনু
রবিবার ছুটির দিনে দেখতে পারেন সিদ্ধার্থ মলহোত্রার ‘মিশন মজনু’। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাটি একটি RAW এজেন্টের মিশনকে কেন্দ্র করে। সিনেমাটি পাওয়া যাবে নেটফ্লিক্সে।
উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক
পরিবারের সঙ্গে বসে দেখতে পারেন ভিকি কৌশল অভিনীত ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। সার্জিকাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমায় ভিকির সঙ্গে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। এটি ZEE5-এ রয়েছে।