Latest News

বি-টাউনের শিশুশিল্পী ‘মাস্টার রাজু’, দেখুন তো চিনতে পারেন কিনা

দ্য ওয়াল ব্যুরো: ৫ বছরেই অভিনয় করে ফেলেছিলেন বড় বড় তারকাদের সঙ্গে। পাল্টে ফেলেছিলেন নিজের পরিচয়ও। জন্মগত নাম ফহিম আজমি থেকে হয়ে গিয়েছিলেন রাজু শ্রেষ্ঠ। কারণ তাঁকে এই নাম দিয়েছিলেন সঞ্জীবকুমার। তার পর থেকে তিনি দর্শকদের কাছে পরিচিত হয়ে আছেন মাস্টার রাজু নামেই।

বান্দ্রায় ‘পরিচয়’ ছবির অডিশনে হাজির হন রাজু। সেখানে আরও অনেক শিশুশিল্পী অডিশনের জন্য ছিল। তাদের ‘কাজ’ অনেক বেশি দক্ষ ছিল। কিন্তু ক্যামেরার সামনে রাজু কেঁদে ফেলে। এরপর ১৯৭৬ সালে রাতারাতি বদলে গেল রাজুর খ্যাতি। সে বছরই তিনি ‘চিততোর’ ছবিতে অভিনয় করেন। সুবোধ ঘোষের ছোটগল্প ‘চিত্তচকোর’ থেকে তৈরি এই ছবি পরিচালনা করেছিলেন বাসু চট্টোপাধ্যায়। মূল ভূমিকায় ছিলেন অমল পালেকর এবং জারিনা ওয়াহাব। ‘চিতচোর’ ছবির জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে জাতীয় পুরস্কার পান মাস্টার রাজু।

বলিউডের অভিনেতা মনোজ বাজপেয়ীও টুইট করে তাঁর প্রশংসা করেন। মাস্টার রাজু ‘ত্রিশূল’ ছবির পোস্টার শেয়ার করে লেখেন, ‘এই ছবিতে ছোট অমিতাভের ভূমিকায় আমি অভিনয় করেছি। ছোট্ট ভূমিকা, কিন্তু বড় ছবি।’ আর এই টুইটের উত্তরেই মনোজ বাজপেয়ী লেখেন, ‘আপনি খুবই ভাল অভিনয় করেছেন। ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের।’

মাস্টার রাজু কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে শক্তি কাপুরের সঙ্গে ছবি ভাগ করে নেন। ‘আফসানা প্যায়ার কা’, ‘শতরঞ্জ’, ‘খুদ্দর’, ‘সজন চলে সসুরাল’, ‘দিলজ্বলে’, ‘মসীহা’-সহ কিছু ছবিতে তিনি ছোটখাটো ভূমিকায় অভিনয় করেন। সে সময় রাজেশ খন্নার প্রযোজনা সংস্থায় কিছু দিন সহ-পরিচালক হিসেবে কাজ করেন। মুলক আনন্দের সঙ্গে তাঁর আলাপ হয় কাজের সূত্রে। ‘মহাসংগ্রাম’ ছবিতে মাস্টার রাজুকে অভিনয়ের সুযোগ দেন মুলক রাজ আনন্দ।

শিশুশিল্পী রাজু বড় হয়ে জনপ্রিয় হলেন ছোটপর্দার জগতে। ‘হরর শো’, ‘জয় হনুমান’, ‘দম দমা দম’, ‘শসসসস ফির কোই হ্যায়’, ‘আদালত’, ‘সিআইডি’, ‘ভারত কা বীর পুত্র-মহারানা প্রতাপ’-সহ বহু জনপ্রিয় ধারাবাহিকের তিনি ছিলেন অন্যতম অভিনেতা। ‘লাইফ অব পাই’ ছবির হিন্দি সংস্করণে তিনি ডাবিং করেছিলেন মূল চরিত্র সুরয শর্মার চরিত্রে।

You might also like