শেষ আপডেট: 28 February 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: দেশের ওটিটি জগৎ আরও বেশি শক্তপোক্ত হল। গাঁটছড়া বাঁধল ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আমেরিকার বিনোদন সংস্থা ডিজনি। বুধবার এই খবর প্রকাশ্যে এসেছে। এই যুগলবন্দির সিংহভাগ অংশ জুড়েই থাকতে চলেছে রিলায়েন্স। তাঁদের শেয়ার ৬৩ শতাংশ। বাকিটা ডিজনির।
ভারতে ওটিটি ব্যবসা করতে কিছুটা কাঠখড় পোড়াতে হয়েছে ডিজনিকে। বিনোদনের ব্যবসায় বিগত কয়েক বছরে খুব বরফ গলাতে পারেনি তাঁরা। এমনকী লাইভ ক্রিকেট দেখানোর স্বস্ত কিনতেও তাঁদের বেগ পেতে হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে বুদ্ধিমানের কাজই করেছে ডিজনি। শেয়ার কম থাকলেও তাঁদের ভারতে ব্যবসার ক্ষেত্রে লাভই হবে।
গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করে যৌথ বিবৃতি দিয়েছে ডিজনি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। দুই সংস্থা মিলিয়ে যে নতুন সংস্থা হবে তার শীর্ষে থাকবেন মুকেশের স্ত্রী নীতা আম্বানি। মার্কেট রিপোর্ট বলছে, এই গাঁটছড়ার মোট অর্থমূল্য প্রায় ৭০,৪৭২ কোটি টাকা।
মুকেশ আম্বানির সংস্থা আপাতত ১১,৫০০ কোটি টাকা খরচ করতে রাজি হয়েছে এই নতুন সংস্থায়। তবে বাকি কত টাকা ডিজনির তরফ থেকে বিনিয়োগ করা হবে, তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। দুই কোম্পানি একসঙ্গে হওয়ার ফলে ১২০টি টিভি চ্যানেল এবং দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এক ছাতার তলায় চলে আসবে।
এই গাঁটছড়া প্রসঙ্গে স্বয়ং মুকেশ আম্বানি জানান, দেশের বিনোদন জগতের জন্য এই চুক্তি ইতিহাস সৃষ্টি করেছে। একটি নতুন যুগ শুরু হল। তাঁর কথায়, রিলায়েন্স সবসময় ডিজনিকে সম্মান দিয়ে এসেছে এবং আশা করছে তাঁরা একসঙ্গে কাজ করে আরও ভাল কিছু উপহার দিতে পারবে দর্শকদের।