শেষ আপডেট: 10th March 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: রেখা-- বলিউডের বিতর্কিত অভিনেত্রী তিনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আজও চলে নানা আলোচনা। তাঁর প্রেমজীবনও যেন সাতরঙা রামধনু। জীবনে এসেছেন বহু পুরুষ। তবে তদের থেকে যোগ্য সম্মান কি আদপে মিলেছে রেখার? বলিউডের বিখ্যাত নায়ককে কলকাতায় লুকিয়ে বিয়ে করেছিলেন রেখা। কিন্তু ভাগ্য তাঁর সহায় হয়নি। জুটেছিল অপমান, অসহ্য যন্ত্রণা, এমনকি মারও খেতে হয় তাঁকে।
সেই নায়ক আর কেউ নন, অভিনেতা বিনোদ মেহরা। অন্দরের ফিসফাস জিতেন্দ্রর সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিনোদের প্রেমে পড়েন রেখা। নিবিড় সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। ঠিক ছিল বিয়েও করবেন। রেখাও বিনোদকে চাইতেন মন থেকেই। কিন্তু সে সময় বলিউডের 'খারাপ মেয়ে'র তকমা জুটেছে রেখার। বিনোদের মা চাইতেন না ছেলে রেখাকে বিয়ে করুক। তা নিয়ে অশান্তি ছিলই। কিন্তু ভালবাসা কবেই বা নিষেধ শুনেছে?
ইয়াসির উসমানের লেখা তাঁর আত্মজীবনী ‘দ্য আনটোল্ড স্টোরি’র লেখা থেকে জানা যায়, ১৯৭৩ সালে তাঁরা বিয়ে করেন কলকাতায়। বিয়ে করেই রেখাকে নিয়ে নিজের বাড়িতে যান বিনোদ। তারপরেই ঘটে সেই ঘটনা। বইয়ে লেখা, রেখা সবে মাত্র শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়েছেন। রেগে যান বিনোদের মা। পায়ের জুতো খুলে মারতে আসেন বিনোদের মা। বিনোদ চেষ্টা করেন মাকে বোঝাতে। কিন্তু ব্যর্থ হন তিনি। রেখা ভয়ে কাঁপতে শুরু করেন। লিফটের দিকে দৌড়ে পালান। ব্যস সব শেষ!
আর সংসার করা হয়নি তাঁদের। ভালবাসা অসম্পূর্ণই থেকে যায় তাঁদের। পরবর্তীতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল এ বিষয়ে। প্রশ্ন করেছিলেন সিমি গারেওয়াল। যদিও তিনি এই নিয়ে আর মুখ খুলতে চাননি।