শেষ আপডেট: 4th January 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: বলিউড 'ডিভা' রেখা। এই নাম শুনলেই যেন পুরুষদের মনে ঝড় ওঠে। তাঁর রূপ, ব্যক্তিত্ব আর তাঁর জীবনের গোপনীয়তা সবই তাঁকে এক অসাধারণ জায়গায় নিয়ে গিয়েছে। তবে, আপনি জানেন কি রেখার জীবনের আসল সিক্রেট? কেমন পুরুষ তিনি জীবনে চান? ১৯৯৬ সালে রেখা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যখন তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
রেখা বলেছিলেন, 'আমার পছন্দ এমন পুরুষ, যিনি সৎ, কর্মঠ, এবং যাদের মধ্যে হাস্যরসের অনুভূতি থাকে। আমি এমন পুরুষকে পছন্দ করি যারা লোকজনের সঙ্গে ভালভাবে মেশে এবং সহজ-সরল।' এই অতি সহজ কিন্তু গভীর উত্তরেই রেখা তুলে ধরেছিলেন তাঁর প্রেমিকের প্রতি পছন্দের দিকগুলো।
রেখার ব্যক্তিগত জীবনও ছিল বহু চর্চিত। একাধিক বিয়ের পরেও একাধিক সমালোচনার শিকার হয়েছেন তিনি। বিশেষ করে, তাঁর নাম নানা সময়ে অমিতাভ বচ্চনের সঙ্গে মিশে গিয়ছে। 'সিলসিলা' সিনেমার সময় থেকেই বিভিন্ন গুঞ্জন শোনা গিয়েছিল যে, রেখা এবং অমিতাভের প্রেম শুধু পর্দায় নয়, বাস্তবেও ছিল। রেখা নিজেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি অমিতাভকে অসম্ভব ভালবাসেন।
তবে অমিতাভের পক্ষ থেকে কখনও সেই ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রেখা অবশ্য কটাক্ষকারীদের চোখে চোখ রেখে একবার বলেন, তিনি সিঁদুর পরেন শুধু ফ্যাশনের জন্য, তা কেবল তার নিজের পছন্দ, আর এটি কোনও ব্যক্তির জন্য নয়। বিভিন্ন বিতর্কের মাঝেও রেখার আত্মবিশ্বাসের কোনও কমতি ছিল না। তিনি তাঁর জীবনযাত্রায়, কর্মজীবনে এবং ব্যক্তিগত পছন্দে সব সময় নিজের মতোই ছিলেন।