শেষ আপডেট: 3rd December 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: 'দিল চিজ ক্যায়া হ্যায় আপ মেরি জান লিজিয়ে...'
রূপে ও অভিনয়ে যিনি আজও দর্শকের মনে রাজ করছেন তিনি রেখা। বলিউডের অন্যতম চর্চিত জুটি অমিতাভ বচ্চন-রেখা। এক সময় পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁদের নিয়ে জল্পনাও কম হয়নি। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের দাম্পত্যের মাঝে বারবার উঠে এসেছে রেখার নাম। পরিণতি পায়নি সেই ভালবাসা। কিন্তু বিভিন্ন সময় খোলাখুলি ভাবে অমিতাভের প্রতি নিজের ভালবাসার কথা জানান তিনি।
এত বছর পড়ে এসেও যে রেখা বিগ বি-কে চোখে হারান, তা তাঁর কথাতে আজও স্পষ্ট। আগামী সপ্তাহে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ে-অতিথি হয়ে মঞ্চে দর্শকের নজর কাড়তে আসছেন বলিউডের উমরাওজান রেখা। অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) নিয়ে কথা বলতে শোনা যায় রেখাকে।
View this post on Instagram
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোতে সাংসারিক দ্বন্দ্ব থেকে প্রেম-ভালোবাসা, বিচ্ছেদ সবকিছুকেই রসিকতার সুরে তুলে ধরেন সঞ্চালক কপিল শর্মা। বলিউড তারকাদের হাঁড়ির খবর বের করতে এক্কেবারে পারর্দর্শী তিনি। তারকাদের অন্দরমহলের মুচমুচে গসিপ নিয়ে চর্চা হয় এই নেটফ্লিক্সের শোয়ে। এবার সেই শোতেই হাজির রেখা। তারই একটি ছোট্ট ট্রেলার প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কপিল শর্মা ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি শোয়ে গিয়েও অমিতাভ বচ্চনকে নকল করেছিলেন এমনটা জানান। কপিল বলেন, ‘আমি বচ্চন সাহেবের সঙ্গে কেবিসি খেলতে গিয়েছিলাম। তখন আমার মা সামনের সারিতে বসেছিলেন। তিনি আমার মাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘দেবীজী, আপনি কি খেয়ে এই সন্তানের জন্ম দিয়েছেন?’
So guys tightened your belt & get ready for coming episode of #thegreatindiankapilshow #Rekha ji is here with her charm grace & elegance ????????????????????????????????
— ???????? GreatestLegendaryIconRekhaji???? ???? (@TheRekhaFanclub) November 30, 2024
???????????????????? pic.twitter.com/wlvcGbX6xj
কপিল কিছু বলার আগেই রেখা উত্তর দিয়ে বসেন। বলেন, ‘ডাল-রুটি’। এ কথা শুনে কপিল বলেন, এটাই তাঁর মায়েরও উত্তর ছিল। এখানেই শেষ নয়, রেখা আরও বলেন, ‘আমাকে জিজ্ঞেস করো, সেদিনের এপিসডের তোমার প্রতিটি সংলাপ আমার মনে আছে।’ এর থেকেই বোঝা যাচ্ছে রেখা আজও সেই শো দেখেন। রেখার এই উত্তর থেকে নেটিজেনের মনে একটাই প্রশ্ন বাসা বেধেছে। তবে কি আজও প্রতি মুহূর্তে বিগ বি-কে মনে পড়ে অভিনেত্রীর?