শেষ আপডেট: 5th January 2025 08:11
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা ছবি হিসেবে বিবেচিত হলে প্রথমেই আসে ‘শোলে’র নাম। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, হেমা মালিনী এবং আমজাদ খান অভিনীত এই কালজয়ী ছবি এক সময় বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। অসাধারণ গল্প, দুর্দান্ত অভিনয় এবং আরডি বর্মনের সুরে প্রতিটি গানের জনপ্রিয়তা মিলে ‘শোলে’ মানুষের মনে এক আলাদা জায়গা নিয়ে রেখেছে আজও।
কেবলমাত্র একটি সিনেমা নয়, সময়ের সঙ্গে সঙ্গে ‘শোলে’ হয়ে উঠেছে একটি সংস্কৃতি, এক ‘কাল্ট’। আজও দর্শকদের কাছে ছবিটি অপরিসীম আগ্রহের। তবে এই জনপ্রিয় ছবির কিছু দৃশ্য সেন্সর বোর্ডের নির্দেশে কেটে বাদ দেওয়া হয়েছিল। সম্প্রতি সেন্সর বোর্ডের কাঁচি চালানো সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
১৯৭৫ সালে মুক্তি পাওয়ার সময় সেন্সর বোর্ড ছবির কয়েকটি দৃশ্যকে অত্যধিক হিংসাত্মক হিসেবে ঘোষণা করে কেটে ফেলেছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল গব্বর সিংয়ের (আমজাদ খান) এক নিষ্ঠুর ও নির্মম দৃশ্য। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, আহমেদ চরিত্রে অভিনয় করা শচীন পিলগাঁওকরকে মাটিতে পড়ে থাকতে, আর গব্বর তাঁর চুল ধরে টেনে তুলছেন। চারপাশে দস্যুদের উপস্থিতি এই দৃশ্যকে আরও ভয়ানক করে তোলে।
ইনস্টাগ্রাম পেজ ‘ওল্ড ইজ গোল্ড’-এ এই মুছে ফেলা দৃশ্যের একটি স্থিরচিত্র শেয়ার করা হয়েছে, যা দ্রুত ভাইরাল হয়। পোস্টটিতে জানানো হয়েছে, অতিরিক্ত হিংস্রতার কারণে এই দৃশ্য বাদ দেওয়া হয়েছিল।
৪৯ বছর পরেও ‘শোলে’র প্রতি দর্শকদের ভালোবাসা প্রমাণ করে, ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে কতটা গভীর ছাপ ফেলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বহু ছবি এলেও ‘শোলে’র মতো জনপ্রিয়তা আর কোনও ছবিই অর্জন করতে পারেনি। মুছে ফেলা দৃশ্যের এই ভাইরাল হওয়া ছবি যেন আবারও সেই স্মৃতিকে জীবন্ত করে তুলল।