শেষ আপডেট: 29th January 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী কাজল সোশ্যাল মিডিয়ায় মেয়ে নাইসা দেবগণের সঙ্গে ছবি শেয়ার করেছেন। তারপরেই আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। রেডডিট ব্যবহারকারীরা কমেন্ট করেছেন যে, কাজল তাঁর মেয়ের চেয়ে অনেক কম বয়সের দেখাচ্ছেন। কাজল গত সপ্তাহে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছিলেন।
ছবিতে মা-র মেয়েকে একটি রেস্টুরেন্টে দেখা গিয়েছে। কাজল নাইসার দিকে ঝুঁকে ছিলেন এবং হাতে চপস্টিক ধরেছিলেন। দু'জনই ক্যামেরার সামনে হাসছিলেন। এই আউটিংয়ে কাজল কালো পোশাক পরেছিলেন, আর নাইসা সাদাটে পোশাক পরেছিলেন। ছবিটি শেয়ার করে কাজল লেখেন, 'দুই মটর এক পডে অথবা দুই চপস্টিক এক বাক্সে (মটর পড এবং চপস্টিক ইমোজি)।'
রেডডিটে একটি পোস্টে লেখা হয়েছে, 'কাজলকে তাঁর মেয়ের থেকেও অনেক তরুণ দেখাচ্ছে। আমি ভেবেছিলাম এটি এআই।' সেই ছবিতে প্রচুর ব্যবহারকারী কমেন্ট করেছেন। আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, 'কাজল সেরা, দেখাচ্ছে যেন সে পেছনে গিয়ে বয়স বাড়ছে। বোঝা দায় কে মেয়ে আর কে মা!'
কাজল অভিনেতা অজয় দেবগণের সঙ্গে ১৯৯৯ সালে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান, নাইসা (জন্ম ২০০৩) এবং যুগ (জন্ম ২০১০)। কাজল ও অজয়ের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৯৫ সালের 'হুলচুল' ছবির সেটে। এরপর তারা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যেমন 'গুন্ডারাজ', 'ইশক', 'দিল কেয়া কারে', 'রাজু চাচা', 'প্যায়ার তো হোনা হি থা', 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র' ইত্যাদি।
কাজলকে সর্বশেষ 'দো পট্টি' ছবিতে দেখা গিয়েছে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন 'কৃতি সানন' এবং 'শাহীর শেখ'। ছবিটি শাশাঙ্ক চতুর্বেদী পরিচালিত এবং কণিকা ধরন লিখেছেন। বর্তমানে 'ডু পট্টি' নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। কাজল আগামীতে 'মহারাণী-কুইন অফ কুইনস' ছবিতে অভিনয় করবেন, যা 'চরণ তেজ উপ্পালাপাটি' পরিচালনা করবেন। ছবিটিতে 'নাসিরুদ্দিন শাহ', 'প্রভু দেবা', 'জিশু সেনগুপ্ত', 'আদিত্য সীল', এবং 'প্রমোদ পাঠক' অভিনয় করবেন।