শেষ আপডেট: 23rd May 2023 06:08
দ্য ওয়াল ব্যুরো: 'আরআরআর', সাম্প্রতিক সময়ে ভারতীয় ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি চর্চিত। বিশ্বমঞ্চে একাধিক পুরস্কার পেয়েছে এস রাজামৌলি পরিচালিত এই দক্ষিণী ছবিটি। গোল্ডেন গ্লোবস থেকে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস, নানান সম্মান রয়েছে আরআরআর ছবির ঝুলিতে। সেই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেতা রে স্টিভেনসন (Ray Stevenson) মারা গেলেন। মাত্র ৫৮ বছর বয়েসে প্রয়াত (passed away) হলেন তিনি।
কিন্তু কীভাবে মৃত্যু হল এই অভিনেতার তা এখনও জানা যায়নি। অভিনেতার ম্যানেজার স্টিভেনসনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে 'আরআরআর' শিবিরে। শোকপ্রকাশ করেছেন রাজামৌলি।
রাজামৌলি সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লেখেন, 'স্টিভেনসনের মৃত্যুর খবর শুনে আমি সত্যিই বাকরুদ্ধ। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। রে খুবই প্রাণবন্ত একজন মানুষ ছিলেন।'
লিসবর্নে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন রে। অভিনেতার বাবা ছিলেন রয়্যাল এয়ারফোর্সের পাইলট। স্টিভেনসনের যখন আট বছর বয়স, তখন পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। এই আইরিশ অভিনেতা টেলিভিশন দিয়ে অভিনয়ে হাতেখড়ি। তারপর বিভিন্ন ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছে।
নিজের ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার বলি অভিনেতার দেহ! কী কারণে মৃত্যু