শেষ আপডেট: 2nd June 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী রবিনা ট্যান্ডনের গাড়ি থামিয়ে চড়াও হলেন তিন পথচারী, হাতও তুলতে গেলেন অভিনেত্রীর উপর! এই ঘটনা ঘিরে শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় মুম্বইয়ের রাস্তায়। ওই তিন মহিলা পথচারীর দাবি, অভিনেত্রীর গাড়ি ধাক্কা দিয়েছে তাঁদের।
এদিনের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, ঝামেলার মুখে গাড়ি থেকে রবিনা ট্যান্ডন নেমে আসেন। তার পরেই বচসায় জড়ায় দু'পক্ষ, একসময়ে অভিনেত্রীকে মারতে তেড়ে যান ওই ক্ষুব্ধ পথচারীরা! ভয় পেয়ে খানিক পিছিয়ে গিয়ে কাতর কণ্ঠে রবিনা বলেন, 'ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।' যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি 'দ্য ওয়াল'।
View this post on Instagram
জানা গেছে, মুম্বইয়ের কার্টার রোডে রিজভি কলেজের কাছে পথচারীরা রবিনার গাড়ি আটকাতেই সঙ্গে সঙ্গে সেই গাড়ির চালক বেরিয়ে আসেন। তবে ওই পথচারীররা কোনও কথাই শুনতে চাননি। খেপে গিয়ে চিৎকার করতে থাকেন।
তখনই দেখা যায়, সাদা কুর্তা ও সবুজ প্যান্ট পরে, নো-মেকআপ লুকে রবিনা নেমে আসেন। যদিও অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরই গাড়িতে ধাক্কা খেয়ে এক মহিলার নাক-কান-মাথা থেকে রক্ত পড়েছে বলেও অভিযোগ। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রবিনার উপর চড়াও হন পথচারীরা এবং স্থানীয় কয়েকজনও।
চারপাশে লোকজন ঘিরে ধরতেই অভিনেত্রী বারবার অনুরোধ করতে থাকেন, তাঁকে না মারার জন্য। জানা গেছে, নিকটবর্তী খার থানায় অভিযোগ দায়ের হয়েছে রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে।