শেষ আপডেট: 26th October 2023 13:57
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে যারা বেড়ে উঠেছেন তাঁদের মধ্যে অনেকের কাছেই হার্টথ্রব ছিলেন রবিনা ট্যান্ডন। অক্ষয়ের সঙ্গে জুটিতে নয়ের দশকে তাঁর একের পর এক হিট ছবি বলিউডে পায়ের তলার জমি দিয়েছিল রবিনাকে। একসঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করতে করতে বাস্তবেও অক্ষয়কে মন দিয়েছিলেন রবিনা। এমনকী তাঁদের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল। তবে সেই সম্পর্ক যদিও শেষ পর্যন্ত পরিণতি পায়নি। অক্ষয়-রবিনার প্রেমের কাহিনী নয়ের দশকের অনেকেরই জানা। তবে সেসব ছাড়াও রবিনার জীবনে আরও এমন অনেক ঘটনা আছে যেগুলির সম্পর্কে বিশেষ আলোচনা হয় না।
রবিনার নামটা কীভাবে রাখা হয়েছিল সে কথা অনেকেরই জানা নেই। রবিনার মা-র নাম বীণা ট্যান্ডন এবং বাবা রবি ট্যান্ডন। মা বাবার নাম মিলিয়ে রাখা হয়েছিল রবিনার নাম।
রবিনা ছাড়াও তাঁর আরও এক ডাকনাম আছে, সে ডাকনামে ডাকার মানুষ যদিও এখন কমে এসেছে। তবুও প্রিয় মানুষরা আজও আদর করে রবিনাকে মুনমুন বলে ডাকেন।
রবিনা মুম্বইয়ের জামনাবাই নারসি স্কুলে পড়াশোনা করেছেন রবিনা, পরে ভর্তি হন মিঠিবাই কলেজে। যদিও কলেজের পড়া পুরোপুরি শেষ করতে পারেননি রবিনা। অভিনয়ের জন্য মাঝপথেই ছেড়ে দেন পড়া।
মজার বিষয় হল স্কুল, কলেজ দুই জায়গাতেই রবিনার সহপাঠী ছিলেন অজয় দেবগণ। তবে স্কুলে একসঙ্গে পড়াশোনা করলেও পরে যখন কলেজে ভর্তি হন রবিনা সেই সময় নাকি অজয় তাঁকে চিনতে পারেননি। সে ঘটনায় ভারি দুঃখ পেয়েছিলেন রবিনা, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সে কথা।
২০০০ সালে সুস্মিতা সেনের দত্তক কন্যা রেনেকে দত্তক নেওয়া প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছিল। তবে সুস্মিতাকে পথ দেখিয়েছিলেন রবিনা। ১৯৯৫ সালে মাত্র ২১ বছর বয়সে ৮ বছর এবং ১১ বছর বয়সি দুটি মেয়েকে দত্তক নেন রবিনা। সেই সময়ে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া বিশেষ সহজ ছিল না।
জাতীয় পুরস্কার থেকে ফিল্ম ফেয়ার পুরস্কার অথবা পদ্মশ্রী, রবিনার ঝুলিতে বারবার এসেছে নানা উপহার এবং সম্মান। ১৯৯২ সালে প্রথম ছবি 'পাত্থর কে ফুল'-এর জন্য তিনি সেরা নবাগতা হিসেবে জিতেছিলেন ফিল্মফেয়ার পুরস্কার।
১৯৯৪ সালে 'মোহরা' ছবিতে অভিনয়ের সময়ে অক্ষয়ের প্রেমে পড়েন রবিনা। তাঁদের সম্পর্ক এগিয়েছিল অনেক দূর। এমনকী এনগেজমেন্টও হয়ে গিয়েছিল। তবু কোনও এক অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত পরিণতি পায়নি এই দুই অভিনেতার সম্পর্ক। তবে প্রেম না টিকলেও বাস্তবে এখনও দুজন দুজনের প্রিয় বন্ধু হয়ে রয়ে গিয়েছেন।
আজ ৪৯ বছর বয়স হল রবিনার। তবে ৫০ পেরনোর আগেই দিদা হয়ে গিয়েছেন রবিনা। কিছু বছর আগে রবিনার বড় মেয়ে ছায়া পুত্র সন্তানের জন্ম দেন।