শেষ আপডেট: 10 October 2023 17:44
দ্য ওয়াল ব্যুরো: চকোলেট বয় ইমেজ ভেঙে এবার ‘অ্যানিমাল’ ছবিতে এংগ্রি ইয়ং ম্যান লুকে ধরা দিতে চলেছেন অভিনেতা রণবীর কাপুর। কিন্তু ধুন্ধুমার অ্যাকশনের পাশাপাশি কি রোম্যান্স একেবারেই থাকবে না? মঙ্গলবার একটি পোস্টার প্রকাশ করে সেই প্রশ্নেরই উত্তর দিলেন নির্মাতারা। যেখানে অভিনেতাকে দেখা গেল ছবির নায়িকা রশ্মিকা মান্ধানার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বনে মগ্ন। সেই পোস্টার ইতিমধ্যে ভাইরাল।
আগামী ডিসেম্বরেই মুক্তি পাবে রণবীরের নতুন ছবি ‘অ্যানিমাল’। তার টিজার এবং ট্রেলারে একেবারে অচেনা রূপে ধরা দিয়েছেন অভিনেতা। রক্তমাখা শরীর নিয়ে একের পর এক শত্রু নিধন করছেন তিনি, এমনই একটা চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ১১ অক্টোবর, বুধবার মুক্তি পাবে ছবির প্রথম গান ‘হুয়া ম্যায়’। মঙ্গলবার একটি পোস্টার প্রকাশ করে সেটাই ঘোষণা করা হল। আর ওই ছবি নিয়েই বি টাউনে জোর চর্চা চলছে।
রণবীর, রশ্মিকা ছাড়াও এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুরকে। তিনিও পোস্টারটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, নায়ক-নায়িকা বিমানের ককপিটে বসে আছেন। তাঁদের দু’জনেরই কানে অ্যাভিয়েশন হেডসেট। ককপিটে বসে তাঁরা গভীর চুম্বনে মগ্ন। আর সামনে বরফ ঢাকা পাহাড়। ‘হুয়া ম্যায়’ যে মূলত রোম্যান্টিক গান হতে চলেছে, তা পোস্টারেই পরিষ্কার।
আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যানিমাল’। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালাম ও কন্নড়—মোট ৫টি ভাষায় দেখা যাবে ছবিটি। এমনিতে দক্ষিণ ভারতে রশ্মিকা মান্ধানার প্রচুর ফ্যান রয়েছে। এছাড়া পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গাও দক্ষিণেরই মানুষ। তার উপর বর্তমানে বেশিরভাগ সিনেমাই প্যান ইন্ডিয়া মুক্তি পায়। সবদিক ভেবেই ছবিটি পাঁচ ভাষায় মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।