শেষ আপডেট: 28th January 2025 23:50
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী রশ্মিকা মান্দানা প্রায়ই নানা কারণে চর্চায় থাকেন। কখনও তাঁর সিনেমার জন্য, আবার কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি পায়ে চোট পাওয়ার কারণে সলমন খানের সঙ্গে ‘সিকন্দর’-এর শুটিংও কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তবে তাঁর প্রেমজীবন নিয়ে আগ্রহের যেন কোনো শেষ নেই। একাধিক বার বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে ডেটিং নিয়ে গুঞ্জন শোনা গেছে, কিন্তু এবার রশ্মিকা নিজেই কিছুটা স্পষ্ট ইঙ্গিত দিলেন।
‘হলিউড রিপোর্টার’কে দেওয়া একটি সাক্ষাৎকারে রশ্মিকা জানালেন যে, তাঁর জীবনে একজন বিশেষ মানুষ আছেন। তিনি বলেন, 'আমার বাড়ি আমার সবচেয়ে আনন্দের জায়গা। সেখানে আমি শান্তি পাই, মনে হয় শিকড়ের সঙ্গে জুড়ে আছি। সাফল্য অস্থায়ী, তবে বাড়ির শান্তি অন্যরকম। আমার জীবনে অনেক কাছের মানুষ আছেন। আমি কারও বোন, কারও মেয়ে, কারও সঙ্গী। আমি এই জীবনটাকে খুব উপভোগ করি।'
রশ্মিকার এই মন্তব্যের পর, তাঁর ভক্তরা আনন্দিত হয়েছেন, কারণ তিনি অবশেষে তাঁর সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছেন। সাক্ষাৎকারে যখন তাঁকে প্রশ্ন করা হয়, 'একজন পুরুষের মধ্যে কোন গুণে তিনি সবচেয়ে বেশি আকৃষ্ট হন?' রশ্মিকা বলেন, 'চোখ মানুষের আত্মার জানালা এবং আমি এমন মানুষদের প্রতি আকৃষ্ট হই যারা হাসিখুশি থাকে। আমি এমন মানুষদের পছন্দ করি, যারা সবাইকে সম্মান করে।'
বিগত দুই বছর ধরেই রশ্মিকা ও বিজয়ের মধ্যে সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। তাঁদের মলদ্বীপে ছুটি কাটানোও নজর কেড়েছিল, কিন্তু কখনও সরাসরি কোনও মন্তব্য করেননি রশ্মিকা। তবে এবার, তাঁর মুখে ‘সঙ্গী’ শব্দটি শোনা গিয়েছে, যা তাঁর প্রেমজীবনকেই তুলে ধরছে বলে মনে করছেন অধিকাংশ নেটিজেন।