শেষ আপডেট: 28th November 2023 16:33
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশের পরেও কিছুতেই ডিপফেক প্রযুক্তি আটকানো যাচ্ছে না। প্রথমে অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এরপর একে একে ক্যাটরিনা কাইফ, কাজল হয়ে এবার আলিয়া ভাটও ডিপফেক ভিডিওর শিকার হলেন। সম্প্রতি অভিনেত্রীর এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আলিয়ার পাশে দাঁড়িয়েছেন রশ্মিকাও। সোমবার তাঁর আসন্ন ছবি ‘অ্যানিমাল’-এর প্রচারে এসে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেত্রী। প্রথম থেকেই তিনি এই ধরনের প্রযুক্তির বিরুদ্ধে গর্জে উঠেছেন। আর এবার সেই সাংবাদিক বৈঠকে রশ্মিকা জানালেন, “বারবার এরকম ঘটনা ঘটতে থাকলে একেবারেই চুপ থাকা যাবে না।”
রশ্মিকা যখন আলিয়ার ডিপফেক ভিডিও নিয়ে কথা বলেছেন, সেইসময় তাঁর পাশে ছিলেন রণবীর কাপুরও। অভিনেত্রী বলেন, “যখন আমি নিজের ডিপফেক ভিডিওটি দেখি, খুব ভয় পেয়েছিলাম। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। অমিতাভ বচ্চনও সমর্থন জানিয়েছিলেন। তাই এমন ঘটনা ঘটলে চুপ না থেকে প্রতিবাদ করুন।”
এভাবে একের পর এক বলিউড নায়িকার ডিপফেক ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। এআই প্রযুক্তি দিয়ে তৈরি এই ভিডিওগুলি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু এর হাত থেকে নিস্তার পাওয়ার উপায় এখনও অধরা। তাই স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে।
গত সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন থেকে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে মোদী বলেছিলেন, “এআই-এর নেতিবাচক প্রভাব নিয়ে সারা বিশ্ব চিন্তিত। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। সমাজ এবং ব্যক্তির জন্য ডিপফেক অত্যন্ত বিপজ্জনক। এই জিনিস বন্ধ করার জন্য আন্তর্জাতিক আইন জরুরি। সকল দেশকে একত্রিতভাবে এগিয়ে আসতে হবে।”