শেষ আপডেট: 31st January 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পরিচিত র্যাপার রাফতার নতুন বছরেই শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। ২০২২ সালে কোমল বোহরার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর, এবার সাদামাটা আয়োজনের মাধ্যমে বিয়ে করলেন ফ্যাশন স্টাইলিস্ট মনরাজ জাওয়ান্দাকে।
যদিও এই সুখবর এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি তারা, তবে তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রাফতার এবং মনরাজ দক্ষিণ ভারতীয় প্রথা মেনে বিয়ের আয়োজন করেন।
যেখানে রাফতার পরেছিলেন ঐতিহ্যবাহী পোশাক। আর মনরাজকে দেখা গিয়েছে সোনালি পাড়ে সাদা শাড়িতে। সঙ্গে টেম্পল জুয়েলারি ও গজরা। তাঁদের বিয়ের আনন্দিত মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, বিশেষ করে তাঁদের নাচের ভিডিও।
সেই সব ভিডিওতে 'সপনে মে মিলতি হ্যায়' ও 'দিল তো পাগল হ্যায়' গানের তালে জমিয়ে নাচছেন নবদম্পতি। মনরাজ জাওয়ান্ডা, কলকাতার মেয়ে, একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং ফিটনেস এনথুসিয়াস্ট।
তিনি মুম্বইয়ে এসে ফ্যাশন স্টাইলিং শিখেছিলেন এবং তারপর রাফতারের সঙ্গে কাজ শুরু করেন। দুজনের সম্পর্ক কাজের সূত্রে শুরু হয় এবং পরে তা প্রেমে পরিণত হয়। মনরাজের স্টাইলিংয়ের হাত ধরে তারা একাধিক মিউজিক ভিডিও এবং রিয়েলিটি শোতে একসঙ্গে কাজ করেছেন।
এদিকে, রাফতার ২০১১ সাল থেকে কোমল বোহরার সঙ্গে প্রেমে ছিলেন এবং ২০১৬ সালে বিয়ে করেছিলেন। কিন্তু ২০২০ সালে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় এবং পরবর্তীতে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়। বর্তমানে রাফতার এমটিভি হাসল সিজন ৪ এর বিচারক হিসেবে পরিচিত।