শেষ আপডেট: 6th November 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমায় আসছে বিখ্যাত কমিক্স চরিত্র রাপ্পা রায়। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের এই কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মণ ও প্রান্তিক গায়েন। রাপ্পা রায়ের চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ব্রাত্য বসু, সৌরভ দাস, অলিভিয়া সরকার, দেবাশিস মণ্ডল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, লিজা গোস্বামী, দেবাশিস দে, সব্যসাচী মণ্ডল, জয়দীপ কুন্ডু, নন্দিনী চট্টোপাধ্যায় প্রমুখরা। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়ে ছবি 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম।' খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিং।
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছি, বড় পর্দায় আসতে চলেছে এই বিখ্যাত কমিক্স। কিন্তু কার হাত ধরে টলিউডে পা রাখবে রাপ্পা রায়, সেই নিয়ে ছিল দ্বিমত। পরে নির্মাতারা নিজেরাই পুরো বিষয়টি খোলসা করেন। জানা যায়, মুখ্য চরিত্রে বেছে নেওয়া হয়েছে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। এদিকে ডলফিন চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে টলিপাড়ার অতি পরিচিত মুখ অলিভিয়া সরকারকে। চেঙ্গিসের চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য ও রাপ্পার বাবার চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়।
এই ছবির সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন সমিধ মুখোপাধ্যায়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকছেন সৌরভা বন্দ্যোপাধ্যায়। 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' ছবিটি মুক্তি পাবে 'ধীমান বর্মণ প্রোডাকশন'-এর ব্যানারে। শ্যুটিং শুরু হবে শীঘ্রই। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, কলকাতা তো বটেই, এ শহরের বাইরেও ছবির কিছু অংশ শ্যুট করা হবে।
পরিচালক ধীমান বর্মণ বলেন, 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' নিয়ে কাজ করার ইচ্ছে বহুদিন থেকে ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করব। রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়কে আশা করছি দর্শকের ভাল লাগবে।'