শেষ আপডেট: 1st June 2023 12:33
'কঠোর সমালোচনা করা হয়েছিল আমার', দশক পেরিয়ে আজও অভিমানী রা ওয়ান পরিচালক
দ্য ওয়াল ব্যুরো: বলিউড হোক বা হলিউড, স্কাইফাই ছবি মানেই এখন হলে দর্শকের ভিড়। তবে আজ থেকে এক যুগ অর্থাৎ ১২ বছর আগে ছবিটা মোটেই এমন ছিল না। সেই কারণেই ছবির গানগুলি সুপারহিট হলেও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল রা ওয়ান (Raone director was criticized)।
সেই ব্যর্থতার দায় এসে পড়েছিল পরিচালক অনুভব সিনহার কাঁধে। সেদিনের সেই তিরস্কারের স্মৃতি মনে পড়লে আজও একরাশ অভিমান ঘিরে ধরে পরিচালককে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই বললেন অনুভব।
রা ওয়ান পরিচালকের কথায়, এই ছবি সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। বিপুল বাজেটের ভিএফএক্স ব্যবহার করা হয়েছিল ছবিতে। অথচ সেই ছবি তখন গ্রহণ করতে পারেননি দর্শকরা।
ছবির ব্যর্থতার দায় প্রায় পুরোটাই চেপেছিল তার কাঁধে। তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছিল তাঁকে, জানালেন অনুভব। এমনকি ছবিটি না দেখেও অনেকেই খারাপ বলে দেগে দিয়েছিলেন যা সেইসময়ে কষ্ট দিয়েছিল তাঁকে। এমনকী শাহরুখ খান নিজেও টেলিভিশনের একটি অনুষ্ঠানে এই ছবিকে 'ফ্লপ' বলেছিলেন। তবে এতদিন পরেও যে এই ছবি নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে স্বীকার করে নেওয়া হয় যে এই ছবি সময়ের থেকে এগিয়ে ছিল, তাতেই খুশি পরিচালক।
১৯০ কোটির বাড়ির মালকিন ঊর্বশী! অভিনেত্রীর নতুন ঠিকানা মুম্বই