শেষ আপডেট: 2nd January 2025 22:18
গাল ভর্তি দাড়ি, কাঁধ অবধি লম্বা চুল--- হ্যাঁ, রণবীর সিংয়ের ঠিক এরকমই কিছু ফাঁস হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। এর পরেই উঠেছে প্রশ্ন। তবে কি 'অ্যানিম্যাল' ছবির সিকুয়ালে কাপুর বাদ! থাকছেন সিং? ওই একই লুকে বছর খানেক আগে যে দেখা গিয়েছিল রণবীর কাপুরকেই।
শুটিং সেট থেকে ফাঁস হওয়া রণবীর সিংয়ের ছবি-ভিডিয়োতে দেখা গিয়েছেন মারকাটারি অ্যাকশনে ব্যস্ত তিনি। এ নিয়েই যখন জোর আলোচনা তখন সত্যি এল সামনে।
কাপুর ফ্যানেরা, চিন্তার কারণ নেই। অ্যানিম্যালে থাকবেন রণবীর কাপুরই। সিংয়ের যে ছবিগুলি ফাঁস হয়েছে তা তাঁর আগামী ছবি 'ধুরন্ধর'-এর। তবে এ কথা অনস্বীকার্য যে অ্যানিম্যালের রণবীরের লুকের সঙ্গে তার মিল রয়েছে বিস্তর। অ্যাকশন মুভি তা আগেই ঘোষণা করেছিলেন রণবীর।
গত বছর জুলাই মাসে এক পোস্টে রণবীর লেখেন, "সবাইকে ভালবাসি। কথা দিচ্ছি এমন অভিজ্ঞতা আর কখনও হবে না। সবার আশীর্বাদ নিয়ে নতুন ছবি শুরু করতে চলেছি।" ছবিতে রণবীর ছাড়াও দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন সহ অন্যান্যদের।