শেষ আপডেট: 8th January 2024 20:42
দ্য ওয়াল ব্যুরো: গত দুদিন ধরে ট্রেন্ডিং ‘বয়কট মলদ্বীপ’ হ্যাশট্যাগ। মোদীকে কদর্য আক্রমণ এবং ভারতীয় সমুদ্র সৈকতকে ‘দুর্গন্ধযুক্ত’ দাবি করে বিতর্কে জড়ান মলদ্বীপের তিন মন্ত্রী। ঘটনার রেশ বাড়তে থাকায় সে দেশের সরকার তাঁদের সাসপেন্ড করে। আর রবিবার থেকে মলদ্বীপকে বয়কট করার ডাকও দিয়েছেন বলিউড এবং ক্রিকেট মহলের তাবড় তারকারা। পরিবর্তে দেশের সমুদ্র সৈকতের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন ভারতের সেলিব্রেটিরা। কিন্তু সেই তালিকায় যুক্ত হতে গিয়েই বিপাকে পড়লেন রণবীর সিং।
ইতিমধ্যে ভারত এবং প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, সলমন খান, কঙ্গনা রানাউত, হার্দিক পাণ্ডিয়ার মতো তারকারা। মলদ্বীপ যেতে বারণ করার পাশাপাশি দেশবাসীকে ভারতীয় দ্বীপগুলিকে আরও বেশি পর্যটনকেন্দ্র গড়ে তোলার বার্তা দেন তাঁরা। এদিকে সেই দলে নাম লেখাতে গিয়েই ভুল করে ফেললেন রণবীর। লাক্ষাদ্বীপের পরিবর্তে মলদ্বীপের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হন দীপিকার স্বামী।
Ranveer Singh uses Maldives picture to promote Lakshadweep Island now he deleted the tweet. pic.twitter.com/ltwNnTDT7S
— Silgan (@Silgan_18) January 8, 2024
একটি পোস্টের মাধ্যমে রণবীর লেখেন, ''চলুন ২০২৪ সালে ভারত ঘুরে দেখি আর আমাদের সংস্কৃতিকে বুঝি। আমাদের এই দেশ আর সৈকতগুলিতে অনেক কিছু দেখার আছে। চলো ভারত দেখি।” সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু লাক্ষাদ্বীপকে যে মলদ্বীপের সঙ্গে গুলিয়ে ফেলেন অভিনেতা। লাক্ষাদ্বীপের প্রচারে নেমে তিনি ছবি দিয়ে ফেলেন মলদ্বীপের। যা চোখ এড়ায়নি নেটিজেনদের। এরপরই নিমেষে শুরু হয়ে যায় ব্যঙ্গ-বিদ্রুপ-রসিকতা।
নিজের ভুল বুঝতে পেরে যদিও সংশোধন করেন রণবীর। পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই ছবিটি ডিলিট করে দেন তিনি। কিন্তু ট্রোলের হাত থেকে রেহাই পাননি। ‘কপি পেস্টও ঠিক করে করতে পারেন না!’ ধেয়ে আসে একের পর এক এমন মন্তব্য। কেউ আবার বলে উঠেছেন, ''এতবার মলদ্বীপে গিয়েছেন, সেদেশের উপর টান তো থাকবেই!''