Latest News

এবার সার্কাসের খেল দেখাবেন রোহিত-রণবীর জুটি, চলছে তারই প্রস্তুতি

দ্য ওয়াল ব্যুরো: একদিকে পরিচালক ব্যস্ত কাজে, অন্যদিকে শ্যুটিংসেটে পরিচালকের উপরে ঝাঁপিয়ে পড়ে সার্কাস দেখাতে ব্যস্ত অভিনেতা। ‘সার্কাস’ রোহিত-রণবীর জুটির পরবর্তী সিনেমা।

ইন্ডাস্ট্রিতে দশ বছর কাটানোর পর প্রথমবার তাঁকে দেখা যাবে ‘ডাবল ক্যারেক্টার’-এ অভিনয় করতে। রণবীরের পরবর্তী সিনেমা ‘সার্কাস’। তার জন্যেই জোর কদমে চলছে প্রস্তুতি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শ্যুটিং। গতকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট অভিনেতা নিজেই জানালেন সেখবর।

পরিচালক রোহিত শেঠির সঙ্গে দ্বিতীয়বার কাজ শুরু করেছেন রণবীর। তাঁদের দুজনের প্রথম ছবি ছিল ‘সিম্বা’। এই সিনেমাতেই আত্মপ্রকাশ ঘটে সেফ-কন্যা সারা আলি খানের। বক্স অফিসে ঝড় তোলার পর ফের রণবীরের সঙ্গেই পরবর্তী প্রজেক্টে কাজ করতে চলেছেন রোহিত শেঠি। গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করে রণবীর লিখেছেন, “সিম্বার দুবছর পূর্তি উদযাপন করছি সার্কাসের সেটে।” স্বাভাবিকভাবেই পোস্টটি রোহিত-রণবীর অনুরাগীরা ভরিয়ে দিচ্ছেন শুভেচ্ছা বার্তায়।

শোনা যাচ্ছে সিনেমায় লিড নায়িকাদের রোলে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং পূজা হেগড়েকে। দুজনের সঙ্গেই থাকবে রণবীরের প্রেমের দৃশ্য। কিন্তু কার সঙ্গে মিল হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে সিনেমা রিলিজের। এই সিনেমাটি প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, টি-সিরিজ এবং রোহিত শেঠি পিকচার্স।

একদিকে যেমন স্ত্রী দীপিকা পাড়ুকোন ব্যস্ত পরপর সিনেমার শুটিংয়ে, তেমনই রণবীরও তুমুল এক্সাইটেড নতুন সিনেমার শ্যুটিংফ্লোরে। সামনের বছরেই মুক্তি পাবে ‘৮৩’। দু’জনকেই ফের একসঙ্গে দেখা যাবে সিনেমায়। শুধু রণবীর-দীপিকা নয়, তাঁদের অনুরাগীও সমান উত্তেজিত ও উচ্ছ্বসিত ফের তাঁদের বড় পর্দায় দেখার জন্য।‌

You might also like