Latest News

রোহিতের ‘সিম্বা’য় রণবীরই সিংহ

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শেট্টির ছবি মানেই ভরপুর অ্যাকশন। সঙ্গে পাওনা দম ফাটানো হাসি। ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে এতদিন বলিউড মাতিয়েছেন রোহিত। মাঝে এসেছিল ‘চেন্নাই এক্সপ্রেস’। এ বার পর্দায় ফিরছেন নতুন ছবি ‘সিম্বা’ নিয়ে।

সিম্বা ছবিতেই রোহিতের সঙ্গে প্রথম বার কাজ করবেন রণবীর সিং। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে সিম্বা ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন রণবীর। লুক নিয়ে বরাবরই নানা রকমের পরীক্ষা নীরিক্ষা করতে পছন্দ করেন রণবীর। আর এই ছবিতে তাঁকে দেখা যাবে একদম নতুন রূপে।

প্রসঙ্গত বিখ্যাত ইংরেজি ছবি ‘লায়ন কিং’-এর খুব পরিচিত চরিত্র ছিল ‘সিম্বা’। আর এ বার সেই সিংহ সিম্বার নামেই তৈরি হচ্ছে বলিউডের নতুন ছবি। তাই দর্শকদের আশা ‘সিম্বা’-তে নিশ্চই সিংহের মতোই পর্দা কাঁপাবেন রণবীর। অন্তত রণবীরের শেয়ার করা ছবি দেখে তো তাই মনে হচ্ছে।

পরনে ফর্মাল। চোখে কালো সানগ্লাস। সঙ্গে পুরুষ্টু গোঁফ। কোমরে হাত দিয়ে দৃপ্ত ভঙ্গীতে দাঁড়িয়ে থাকা রণবীরকে দেখেই মনে হচ্ছে সিম্বাতে দর্শকদের জন্য বিনোদনের ভরপুর প্যাকেজ রেখেছেন রোহিত। এ ছবিতে নিঃসন্দেহে থাকবে জমাটি অ্যাকশনও। আর রণবীর-রোহিত যখন একসঙ্গে তখন সেই ছবিতে কমেডি থাকবে না তা আবার হয় নাকি!

You might also like