শেষ আপডেট: 22nd April 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: আমির খানের পর রণবীর সিং। ভোটের মরশুমে একের পর এক বলিউড অভিনেতা ডিপফেকের স্বীকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়াচ্ছে সেইসব ভুয়ো ভিডিও।
মোদী বিরোধী প্রচার করছেন রণবীর সিং, এমনই এক ভিডিও বেশ কয়েকদিন ধরে শোরগোল ফেলে দিয়েছে। যে বলিউড সুপারস্টারকে এযাবৎকাল রাজনীতির সাতে-পাঁচে দেখা যায়নি, তিনি কিনা লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন! রণবীরের সেই ভুয়ো ভিডিও দেখে স্বাভাবিকভাবেই হকচকিয়ে যান অনুরাগীরা। তবে এই ভিডিও যে ডিপফেক, তা বুঝতে খুব একটা সময় লাগেনি! আর ভুয়ো ভিডিও নিয়ে এবার মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন রণবীর সিং।
Deepfake se bacho dostonnnn ????
— Ranveer Singh (@RanveerOfficial) April 19, 2024
সম্প্রতি বারাণসীতে মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য গিয়েছিলেন রণবীর। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি। বারাণসী সফরের মাঝেই আচমকাই রণবীরের ভোটের প্রচারের একটি ভিডিও সামনে আসে।
কী এমন ছিল ওই ভিডিওতে? ঘাটে বসেই রণবীরকে বলতে শোনা যায়, “মোদিজীর একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদযাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি… আমাদের দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।” এই কথাগুলো আদতে রণবীর সিংয়ের নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে অভিনেতার মুখে কথাগুলি বসানো হয়েছে। এদিকে এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় গেরুরা শিবিরের সমালোচনার মুখে পড়েন রণবীর। শেষে এক্স হ্যান্ডেলে তিনি লিখতে বাধ্য হন, “ডিপফেক ভিডিও থেকে সাবধান।”
সোমবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখায় এফআইআর দায়ের করেছেন রণবীর সিং। অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, “ আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। এবং ওই এআই জেনারেটেড ডিপফেক ভিডিও নিয়ে ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে।”