Date : 13th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নাবালিকা ছাত্রীকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ, কাঠগড়ায় ক্যানিং স্কুলের প্রধানশিক্ষকসীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের দাবি, জমি দিতে প্রস্তুত গ্রামবাসীরাভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা! প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী, ১৬ জুলাই তৃণমূলের মহামিছিলহাসিনা ও তাঁর সন্তানদের নামে অপপ্রচার চালাচ্ছে ইউনুস সরকার, অভিযোগ কাদেরেরকথায় কথায় ‘বাংলাদেশ যাও’, কিছু বিজেপি নেতা বড্ড বাড়াবাড়ি করছেন, তাঁরা বাঙালিকে চেনেন নাকামব্যাকের বিষয়ে আগরকরের সঙ্গে কথা বলতে চেয়েও সাড়া পাননি রাহানেবিহারে ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের ছড়াছড়ি!বাংলা ছবির অভিভাবক ছবি বিশ্বাস, জন্মদিনে ফিরে দেখা কিংবদন্তির সফরমারাঠি না বলায় পালঘরে মারধর অটোচালককে, প্রকাশ্যে ক্ষমা চাওয়ালেন শিবসেনা ও এমএনএস কর্মীরাআবার বিশ্বমঞ্চে বিমল রায়ের ‘দো বিঘা জমিন’, ভেনিস উৎসবে বিশেষ স্ক্রিনিং
Ranveer Singh

পুরুষ পোশাকের মিথ ভাঙেন রণবীর, কখনও স্কার্ট, গয়না, কখনও বা শরীরে নেই একটিও সুতো

নারীদের পোশাক পরতেও পিছপা হননি রণবীর। সাজে লিঙ্গবৈষম্য ভাঙেন তিনি। পুরুষালি চেহারায় পরেছেন নারীপোশাক। 

পুরুষ পোশাকের মিথ ভাঙেন রণবীর, কখনও স্কার্ট, গয়না, কখনও বা শরীরে নেই একটিও সুতো

শেষ আপডেট: 6 July 2025 10:39

দ্য ওয়াল ব্যুরো: পুরুষরা আবার সাজে নাকি? পুরুষদের যেন সাজের অধিকার নেই। যে কোনও রং আবার পুরুষদের সঙ্গে নাকি যায় না। এমন সব নানা মিথ ভেঙে দিয়েছেন বলিউড হিরো রণবীর সিং (Ranveer Singh)। পোশাক নিয়ে তাঁর কোনও ছুঁৎমার্গ নেই। বরং একের পর এক সাহসী পোশাক (Bold Fashion) গায়ে তুলে নিয়েছেন, কখনও বা একটা সুতোও গায়ে রাখেননি রণবীর। করেছেন প্রায় সম্পূর্ণ নগ্ন শ্যুট। আজ তাঁর জন্মদিনে একটু চর্চা করা যাক রণবীরের সাহসী বেশভূষা নিয়ে।

নারীদের পোশাক পরতেও পিছপা হননি রণবীর। সাজে লিঙ্গবৈষম্য ভাঙেন তিনি। পুরুষালি চেহারায় পরেছেন নারীপোশাক। কয়েক বছর আগে, ভারতের ৫০ জন এই প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি অ্যাওয়ার্ড শো-তে ডাক পেয়েছিলেন রণবীর সিং। সেখানেই স্কার্ট পরে উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন অভিনেতা।

In pics: Ranveer Singh's top 7 quirky, ground-breaking outfits

রণবীরের প্রিয় সাজের জিনিস তাঁর ঠাকুমার মুক্তোর মালা আর মায়ের হিরের দুল। রণবীর বলেছেন, ‘আমি এমনিতে গয়না পরতে ভালবাসি। তবে মাঝখানে আমার মুক্তোর হার পরার শখ হয়েছিল। যে পোশাকই পরি না কেন, তার সঙ্গে মুক্তোর মালা গলায় ঝুলিয়ে নিতাম। সেই সময় আমার ঠাকুমার থেকে একটা মুক্তোর মালা চেয়ে নিয়েছিলাম আমি! টিশার্ট-জিন্‌স থেকে শুরু করে পাঞ্জাবি, শেরোয়ানি, শার্ট— কত কিছুর সঙ্গে যে পরেছি ওই মুক্তোর মালা। ওই সময়েই কানে হিরের দুল পরারও শখ হয়েছিল। মায়ের দুলজোড়া নিয়ে নিয়েছিলাম। দুটোই এখনও আমার কাছেই আছে। ফেরত দিইনি।’

তবে সবথেকে ঝড় উঠেছিল যখন রণবীর সিং শরীরে একটিও সুতো না রেখে ফটোশ্যুট করেন। যা রীতিমত ঝড় তোলে। কখনও উপুড় হয়ে শুয়ে অভিনেতা, পুরুষালি নগ্ন শরীরে আগুনের তেজ। নগ্ন উরু থেকে হাত দিয়ে ঢাকা গোপনাঙ্গ, রণবীরের খোলা শরীর নারী-পুরুষ নির্বিশেষে পুড়িয়েছিল সবার মন। অভিনেতা বলেছিলেন 'শারীরিক ভাবে নগ্ন হওয়া আমার পক্ষে খুব সহজ, কিন্তু আমি যে কত সময়ে অভিনয় করতে গিয়ে নগ্ন হয়েছি? নিজের সত্তাকে অনাবৃত করে সকলের সামনে এনেছি? তা কি কেউ দেখতে পাননি?'

Karan Deol के संगीत फंक्शन में आउट ऑफ कंट्रोल हुए रणवीर सिंह, कर दी ऐसी  हरकत की दंग रह गए लोग - ranveer singh goes crazy at karan deol sangeet  ceremony-mobile

এছাড়াও উজ্জ্বল রঙে যেখানে পুরুষদের যুগে যুগে ব্রাত্য করে রাখা হয়, সেইসব রঙের পোশাকে নিজেকে সাজিয়েছেন রণবীর। এথনিক থেকে পশ্চিমী পোশাক, সবেতেই নিজের সাহসী স্টাইল স্টেটমেন্ট বজায় রেখেছেন তিনি।

রণবীরের সিংয়ের ফ্যাশন আর স্টাইল স্টেটমেন্ট বাস্তব জীবনে পুরুষের পোশাক চয়নেও অনেক সাহস বাড়িয়েছে। এখনকার তরুণদের কাছে সাজের রোলমডেল হয়ে উঠেছেন রণবীর সিং।


ভিডিও স্টোরি