শেষ আপডেট: 1st March 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: রণবীর-দীপিকার সন্তান নিয়ে কানাঘুষো বহুদিন ধরেই চলছিল। কিন্তু তারকা জুটি মুখে কুলুপ এঁটেছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে রণবীর-দীপিকা যদিও বলেছেন যে তাঁরা সন্তানের কথা ভাবছেন। এই ভাবনার কথা শোনার পর থেকেই শুরু হয় জল্পনা।
জল্পনা আরও তীব্র হয় বাফতার মঞ্চে দীপিকাকে দেখে। মণীশ মলহোত্রার ডিজাইনে অফ হোয়াইট শাড়িতে বেশ বোঝা যায় তাঁর বেবি বাম্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দীপিকা নিজেই জানান যে তিনি অন্তঃসত্ত্বা। এর মধ্যেই দু’জনে উপস্থিত হয়েছেন জামনগরে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে।
হবু মা-বাবা নতুন সদস্য আসার আগেই ঠিক করে ফেলেছেন নাম। ছেলে বা মেয়ে যেই আসুক না কেন নাম দেবেন শৌর্যবীর সিং। আগেই এই যুগল বলেছিলেন তাঁরা বাচ্চা ভালবাসেন। বিয়ের পাঁচ বছর পর খুশির খবর শুনে শুভেচ্ছা বার্তায় ভরে যাচ্ছে নেটদুনিয়া।
তবে দুজনেরই হাতে প্রচুর কাজ। রণবীর ব্যস্ত ডন ৩ নিয়ে। অন্যদিকে দীপিকার হাতে আছে কলকি ২৯৮৯। কাজের চাপের মধ্যে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তাঁরা। সেপ্টেম্বরেই আসতে চলেছে দীপিকা-রণবীরের সন্তান।