শেষ আপডেট: 30th September 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: কনীনিকা বন্দ্যোপাধ্যায়েরর হাত ধরে সোমবার জি বাংলার পর্দায় ফিরছে জনপ্রিয় শো 'রান্নাঘর।' আগের মতোই নানা খাবারের গল্প ও রেসিপি সকলের সঙ্গে ভাগ করে নেবে এই চ্যানেল। বাড়ি বসেই লাঞ্চ থেকে ডিনার, ছেলেমেয়ের ব্রেকফাস্ট থেকে নিজের ডায়েট ফুড, শিখে নিতে পারবেন সকলে।
রান্নাঘর মানেই সুদীপা চট্টোপাধ্যায়। এমনই একটি ছবি তৈরি হয়েছিল জি বাংলার দর্শকদের মনে। দীর্ঘ ১৭ বছর টানা একটি শোয়ের সঞ্চালনা করেছেন তিনি। কিন্তু সঞ্চালিকার পদ থেকে সুদীপার সরে দাঁড়ানোয় রান্নাঘর খানিকটা অভিভাবকহীন হয়ে পড়ে। অন্যান্য সঞ্চালক এলেও কাজ চলেনি।
শেষে হাল ধরেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। মেগা ধারাবাহিকে ঘরোয়া বৌমার চরিত্র থেকে সোজা সঞ্চালিকার কাজ শুরু করলেন তিনি। এনিয়ে কিছুদিন আগে জানান, সঞ্চালিকা হিসেবে এটা তাঁর প্রথম কাজ নয়। কেরিয়ার সঞ্চালনা দিয়েই শুরু করেছিলেন বলে জানান অভিনেত্রী। তাই এই শো দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই আশাবাদী তিনি।
সুদীপার প্রসঙ্গে বলেন, 'ওই শো-টা যখন শুরু হয়েছিল তখন সোশ্যাল মিডিয়ার বাজার ছিল না। রিলস বলে কিছু ছিল না। তাই জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখন রান্না শেখার জন্য শুধু কোনও শোয়ের ওপর নির্ভর করতে হবে, এমন না। তাই এখন বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং।'
চ্যালেঞ্জ কি গ্রহণ করেছেন অভিনেত্রী? তাঁর কথায়, চ্যালেঞ্জটা নিয়েছি। মানুষের ভাল লাগবে বলেই মনে হচ্ছে।
এবিষয়ে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইসের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ বলেন, 'শুধু রান্না দেখানো নয়, এবার রান্নার সঙ্গেই অন্যকিছুও পরিবেশন করবে এই শো। ঘরের খাবার ও প্রতিটা রান্না ঘরের গল্প দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে এবার। এই যাত্রায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জুড়ে যাওয়ায় দর্শকদের মন জিতে নিতে প্রস্তুত আমরা। আশাবাদীও।'
এবিষয়ে জি বাংলার বিসনেস হেড নবনীতা চক্রবর্তী বলেন, 'বাঙালিদের খাবার প্রতি যে প্রেম তার উদযাপন হল রান্নাঘর। কিছু বাড়ির নিজস্ব কিছু রেসিপি থাকে রান্নার। তা শেয়ার করা, রান্নাঘরের গল্প করা ও বাঙালি বিভিন্ন জানা-অজানা রান্না সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হবে এই শোতে।'
সোম থেকে শনি বিকেল ৪.৩০ টেয় রান্নাঘর দেখা যাবে জি বাংলায়। শুরু হচ্ছে আজ থেকে।